ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৩৮ বছর পর

প্রকাশিত: ০৫:৫১, ২০ জুলাই ২০১৭

৩৮ বছর পর

নিউইয়র্কের এ্যালবানি শহরে বাসিন্দা আকোসুয়া বুদু আমোয়াকো। ৫৯ বছরের এই নারীর কোলে সম্প্রতি এসেছে একটি সন্তান। এটি তার প্রথম সন্তান। আর ওই নারীর বক্তব্য, প্রায় ৩৮ বছর চেষ্টার পর ওই সন্তান তার গর্ভে আসে। সম্প্রতি বেলিভিউ ওম্যান্স সেন্টার নামে নিউইয়র্কের একটি হাসপাতালে জন্ম নেয় ওই শিশুটি। জন্মের সময় তার ওজন ছিল সাত পাউন্ড চার আউন্স। সন্তান ধারণ ক্ষমতার জন্য চিকিৎসা নেন তিনি। আমোয়াকোর বিবাহিত জীবন ৩৮ বছর। বিয়ের পর থেকেই সন্তান ধারণের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি। এতেও সন্তান না হওয়ায়, শেষ পর্যন্ত হাল ছেড়ে দেন তারা। খবরে বলা হয়েছ ২০১৬ সালে চিকিৎসা নেয়ার পর ঘানার এক ৬০ বছর বয়সী নারী তিন সন্তানের জন্ম দেন। এ খবর পাওয়ার পর চিকিৎসা নেন আমোয়াকো। এরপর তার স্বামীর শুক্রাণু ও আরেক নারীর ডিম্বাণু নিয়ে গর্ভে সন্তান ধারণ করেন তিনি। জন্মের পর মা-শিশু দুজনই সুস্থ রয়েছেন।-ওয়েবসাইট অবলম্বনে।
×