ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবিধানের দোহাই দিয়ে সাজানো সংসদ নির্বাচনের পাঁয়তারা ॥ ফখরুল

প্রকাশিত: ০৫:৫০, ২০ জুলাই ২০১৭

সংবিধানের দোহাই দিয়ে সাজানো সংসদ নির্বাচনের পাঁয়তারা ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসেনি। ছলচাতুরি করে অনৈতিকভাবে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। এই পার্লামেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে না। অথচ সরকার সংবিধানের দোহাই দিয়ে শেখ হাসিনার অধীনে আরও একটি সাজানো সংসদ নির্বাচনের পাঁয়তারা শুরু করেছে। শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না উল্লেখ করে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন সহায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হতে হবে। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বুধবার দুপুরে স্থানীয় একটি হোটেলে খুলনা জেলা বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। খুলনা জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারি হেলাল, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কু-ু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা সাহারুজ্জামান মোর্তজা, সেকেন্দার আলী ডালিম, ডাঃ গাজী আব্দুল হক, সৈয়দা নার্গিস আলী, তসলিমা খাতুন ছন্দা। স্বাগত বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। বিএনপির মহাসচিব নির্বাচন কমিশনের রোডম্যাপের সমালোচনা করে বলেন, বর্তমান নিবার্চন কমিশন দায়িত্ব গ্রহণের সময় বলেছিল সব দলের সঙ্গে আলোচনা করা হবে। কিন্তু সবকিছু পাল্টে রোডম্যাপ ঘোষণা করে এখন তারা আওয়ামী লীগের মন্ত্রী-নেতারা যে ভাষায় কথা বলছেন একই ভাষায় কথা বলছেন। কাজেই এ নির্বাচন কমিশন ও শেখ হাসিনার সরকারের অধীনে কোন সুষ্ঠু ও নিরপেক্ষ নিবার্চন সম্ভব নয়। তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনের সময় বেগম খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছিলেন তার কোন গুরুত্ব দেয়া হয়নি। মির্জা ফখরুল বলেন, নির্বাচনকালীন সহায়ক সরকার থাকতে হবে। সহায়ক সরকারের অধীনে নির্বাচনের পূর্বে সকল রাজনৈতিক দলের কার্যক্রম সুষ্ঠুভাবে করতে দিতে হবে। বিএনপির মহাসচিব সরকারের সমালোচনা করে বলেন, ক্রস ফায়ারের নামে প্রতিদিন মানুষ খুন করা হচ্ছে। এই সরকার খুলনার সাবেক জনপ্রতিনিধি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠুর হত্যাকারীদের শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। সরকার বর্ষীয়ান কবি-প্রাবন্ধিক ফরহাদ মজহারকে অপহরণ ঘটনা ধামাচাপা দিতে তার বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু করেছে। বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান এখনও পাওয়া যায়নি। বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী নিখোঁজ রয়েছে। প্রায় ১ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় কারাগারে রয়েছে। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, তেল, লবণ ও বিদ্যুতের দাম বেড়েছে। কৃষকের সারের দাম বেড়েছে অথচ তারা তাদের পণ্যের উৎপাদিত মূল্য পায় না। রামপালে বিদ্যুত কেন্দ্র স্থাপনের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সুন্দরবন সংলগ্ন রামপালে বিদ্যুত কেন্দ্র স্থাপিত হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। খুলনা বিভাগের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। বিএনপির মহাসচিব বলেন, জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে। খালেদা জিয়ার দিকে তাকিয়ে আছে, তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। আগামী নির্বাচন যাতে নির্দলীয়-নিরপেক্ষ-সহায়ক সরকারের অধীনে হয় বিএনপি সেই আন্দোলনে মাঠে নেমেছে। তিনি সকলস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনসংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। ৫ জানুয়ারির মতো নির্বাচন করতে চাইলে গণআন্দোলন ॥ দুদু স্টাফ রিপোর্টার জানান, ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচন করতে চাইলে বিএনপি গণআন্দোলন করবে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে এমন আন্দোলন গড়ে তোলা হবে যা হবে দেশের ইতিহাসে ভয়াবহতম। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইসমাইল হোসেন সিরাজীর ৮৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘জাতীয় স্মরণমঞ্চ’ আয়োজিত ‘ইসমাইল হোসেন সিরাজীর জীবন ও রাজনীতি শীর্ষক’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সিইসিকে ভেবেচিন্তে কথা বলার অনুরোধ জানিয়ে দুদু বলেন, বেশি কথা না বলে কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যায় সে ব্যবস্থা করুন। দুদু বলেন, ক’দিন আগে সিইসি বলে ফেললেন বর্তমান সরকারের অধীনেই নাকি সুষ্ঠু নির্বাচন সম্ভব। এ কথা বলে তো তিনি একপক্ষে চলে গেলেন। আমরা যে সহায়ক সরকারের দাবি করছি সেটা তো বললেন না। দুদু বলেন, ইসির পক্ষ থেকে বলা হলো নির্বাচনের তিন মাস আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে তারা কাজ করবে। আপনারা তো পাঁচ বছরের জন্য গঠিত নির্বাচন কমিশন। তিন মাস আগে যদি আপনারা কাজ করেন তাহলে পাঁচ বছরের বেতন নেবেন কেন? সরকারের পক্ষে যদি কথা বলেন আমরা আপনাদের মানব কেন? আপনারা তো নিজেরাই নিজেদের বিতর্কিত করছেন। রবিবার ২০ দলীয় জোটের মহাসচিবদের বৈঠক ॥ রবিবার ২০ দলীয় জোটের মহাসচিবদের বৈঠক ডাকা হয়েছে। ওইদিন বেলা ১১টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
×