ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাতকাটা মাহফুজের তথ্যে বিষয়টি চূড়ান্ত করেছে পুলিশ

হলি আর্টিজানে জঙ্গী হামলা, শীঘ্রই চার্জশীট

প্রকাশিত: ০৫:৪৯, ২০ জুলাই ২০১৭

হলি আর্টিজানে জঙ্গী হামলা, শীঘ্রই চার্জশীট

শংকর কুমার দে ॥ গুলশান হলি আর্টিজান বেকারিতে জঙ্গী হামলা মামলার চার্জশীট শীঘ্রই দাখিল করবে তদন্তকারী কর্তৃপক্ষ। নব্য জেএমবির দুর্ধর্ষ জঙ্গী হাতকাটা সোহেল মাহফুজকে গ্রেফতার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে গুলশান জঙ্গী হামলার বিষয়ে প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে চার্জশীট দাখিলের বিষয়টি এখন প্রায় চূড়ান্ত। এর আগে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পক্ষ থেকে গুলশান হলি আর্টিজান মামলার চার্জশীট দিতে যে পাঁচ জনকে গ্রেফতারের প্রয়োজন বলে নাম উল্লেখ করা হয় তার মধ্যে সোহেল মাহফুজ অন্যতম। নব্য জেএমবির অন্যতম শীর্ষ নেতা সোহেল মাহফুজ জিজ্ঞাসাবাদে গুলশান হামলায় প্রত্যক্ষ-পরোক্ষ সংশ্লিষ্টতার বিষয়ে অনেক তথ্য পাওয়া যাওয়ায় শীঘ্রই আদালতে এই মামলার অভিযোগপত্র (চার্জশীট) দিতে পারবেন বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, গুলশান হলি আর্টিজান বেকারিতে জঙ্গী হামলার জড়িত পলাতক যে পাঁচ জন রয়েছে তাদের মধ্যে অন্তত দু’তিন জন গ্রেফতার করা গেলে চার্জশীট দেয়া সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট কর্তৃপক্ষ। হাতকাটা সোহেল মাহফুজ গ্রেফতার হওয়ায় এখন আর বাকি পলাতক থাকল চার জঙ্গী। গ্রেফতারকৃত সোহেল মাহফুজ ছাড়া পলাতক চার জঙ্গী হচ্ছেন, বাশারুল ওরফে চকলেট, রাশেদ, হাদিসুর রহমান সাগর ও ছোট মিজান। এক থেকে দেড় মাসের মধ্যে পলাতক পাঁচ জঙ্গীকে গ্রেফতারের আশা করা হলেও এখন শুধুমাত্র সোহেল মাহফুজকেই গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলার চার্জশীট দেয়া সম্ভব বলে তদন্ত কর্তৃপক্ষের দাবি। ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, গুলশান হামলায় প্রত্যক্ষ-পরোক্ষ সংশ্লিষ্টতার বিষয়ে নব্য জেএমবির অন্যতম শীর্ষ নেতা সোহেল মাহফুজ জিজ্ঞাসাবাদে অনেক তথ্য দিয়েছে। শীঘ্রই তারা আদালতে এ মামলার অভিযোগপত্র দেবেন বলে জানিয়েছেন তিনি। বুধবার ডিএমপি সদর দফতরে নিজের কার্যালয়ে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, আমাদের কাছে ময়নাতদন্ত প্রতিবেদন ছিল না এতদিন। ফরেনসিক রিপোর্ট ছিল না। আমরা সম্প্রতি ফরেনসিক রিপোর্ট পেয়েছি। এখন মামলা চূড়ান্ত পর্যায়ে। তিনি বলেন, পূর্বেও আমি বলেছি, আজকেও বলি, দ্রুতই আমরা এই হলি আর্টিজান যে হত্যাকা-, সেটির চার্জশীট বিজ্ঞ আদালতে দিয়ে দেব প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে। এক প্রশ্নের জবাবে আছাদুজ্জামান মিয়া বলেন, পাশের দেশ ভারতে জঙ্গী কর্মকা-ে সোহেল মাহফুজের ভূমিকা নিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তদন্তনাধীন বিষয়ে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। জিজ্ঞাসাবাদ করে আমরা সঠিক তথ্যই পাচ্ছি। সন্ত্রাস ও জঙ্গী কার্যক্রম বন্ধ করার জন্য সোহেল মাহফুজের কাছ থেকে পাওয়া তথ্যগুলো অনেক কাজে আসবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেছেন, সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদের জন্য ভারতের এনআইএ-র একটি দল আসার খবর এসেছে কিছু গণমাধ্যমে। তবে তেমন কোন দল এখনও বাংলাদেশে আসেনি বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, বর্ধমানে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় যদি অন্য কোন সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়, তাতে আদালতের অনুমতি লাগবে। আদালতের অনুমতি ছাড়া এ ধরনের জিজ্ঞাসাবাদের সুযোগ নেই। আমার জানামতে এনআইএ-র কোন প্রতিনিধি আসেনি বা জিজ্ঞাসাবাদও করেনি। ঢাকা মহানগর পুলিশের জন্য ডাচ্্-বাংলা ব্যাংকের দেয়া দুটি গাড়ি হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে গুলশান হামলার তদন্ত নিয়ে কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার এক প্রশ্নের জবাবে জানান, উল্টোপথে গাড়ি নেয়াকে কেন্দ্র করে ট্রাফিক সার্জেন্টকে মারধরের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে করা নিয়মিত মামলা চলবে।
×