ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উমব্যাট ছানার জন্ম!

প্রকাশিত: ০৫:৪৮, ২০ জুলাই ২০১৭

উমব্যাট ছানার জন্ম!

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের রিচার্ড আন্ডারউড প্রাকৃতিক আশ্রয়কেন্দ্রে বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির প্রাণী উত্তরাঞ্চলীয় লোমশ নাকের একটি উমব্যাট ছানার জন্ম হয়েছে। তার নাম রাখা হয়েছে জোয়ি। বিশেষজ্ঞদের নিবিড় পরিচর্যায় জন্মের পর প্রায় দশ মাস মায়ের থলিতে কাটিয়ে অবশেষে মাটিতে পা রাখে জোয়ি। এএফপি ৭৫ বছর পর... সুইজারল্যান্ডের আল্পস পবর্তমালার ২৬১৫ মিটার উঁচুতে নিখোঁজ হওয়ার ৭৫ বছর পর মিলেছে এক দম্পতির মৃতদেহ। ১৯৪২ সালের ১৫ আগস্ট ভ্যালিয়াস চারণভূমিতে গরুর দুধ দুয়াতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তারা। মার্সেলিন ও ফ্রান্সিন দুমোলিন নামের এ দম্পতির ৭ সন্তানের মধ্যে সবার ছোট মেয়ে মার্সেলিন উড্রি দুমোলিনের বয়স এখন ৭৯ বছর। হিমবাহের বরফ গলতে শুরু করায় গত সপ্তাহে তাদের মৃতদেহ খুঁজে পায় একটি স্কি কোম্পানির এককর্মী। টেলিগ্রাফ
×