ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খারাপ আবহাওয়ার কবলে পড়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে ॥ মিয়ানমার

প্রকাশিত: ০৫:৪৭, ২০ জুলাই ২০১৭

খারাপ আবহাওয়ার কবলে পড়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে ॥ মিয়ানমার

গত মাসে সৈন্য, তাদের পরিবারের সদস্য ও ক্রুসহ ১২২ আরোহী নিয়ে আন্দামান সাগরে বিধ্বস্ত মিয়ানমারের সেনাবাহিনীর বিমানটি ‘খারাপ আবহাওয়ার’ শিকার হয়েছিল বলে জানিয়েছে তদন্তকারী দলের সদস্যরা। বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ কথা জানান হয়েছে। খবর গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার অনলাইনের। খবরে বলা হয়, তদন্তকারীরা মনে করছেন, চীনে তৈরি ওয়াই-৮-২০০ এফ মডেলের ওই পরিবহন বিমানটি ‘খারাপ আবহাওয়ার’ কারণে থেমে গিয়ে খাড়াভাবে নিচে সাগরে পড়ে যায়। গত ৭ জুলাই সাপ্তাহিক ফ্লাইটে মিয়ানমারের উপকূলীয় কয়েকটি শহর থেকে আরোহীদের নিয়ে বিমানটি দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনে যাওয়ার পথে নিখোঁজ হয়েছিল। এরপর বড় ধরনের একটি তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করার পর সাগর থেকে বিমানটির অন্তত ৮৩ যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। তবে জীবিত কাউকে পাওয়া যায়নি। এর আগে ‘বড় ধরনের মেঘের কারণে’ এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা প্রকাশ করেছিল মিয়ানমারের সামরিক বাহিনী। ওই সময় মিয়ানমারের সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও অস্ট্রেলীয় বিমান বাহিনীর বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত দল গঠন করে ঘটনার কারণ অনুসন্ধান শুরু করা হয়েছিল। মিয়ানমারের রাষ্ট্র-পরিচালিত গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানিয়েছে, বিশেষজ্ঞরা আবহাওয়া প্রতিবেদন ও বিধ্বস্ত বিমানটির লেজের অংশ থেকে পাওয়া ‘ব্ল্যাক বক্স’ এর তথ্য বিশ্লেষণ করেন।
×