ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইয়েমেনে বিমান হামলায় ২০ বেসামরিক লোক নিহত ॥ জাতিসংঘ

প্রকাশিত: ০৫:৪৭, ২০ জুলাই ২০১৭

ইয়েমেনে বিমান হামলায় ২০ বেসামরিক লোক নিহত ॥ জাতিসংঘ

ইয়েমেনে বাস্তুচ্যুত বাসিন্দাদের ওপর বিমান হামলায় অন্তত ২০ বেসামরিক লোক নিহত হয়েছে। এদের অধিকাংশই একই পরিবারের সদস্য। বুধবার জাতিসংঘ ও প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর)-এর বিবৃতিতে বলা হয়েছে মঙ্গলবার বিকেলে ইয়েমেনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ তায়েজের মাওজা অঞ্চলে একদল বেসামরিক লোকের ওপর এ হামলা চালানো হয়। খবর এএফপির। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারের পক্ষে শিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর একটি জঙ্গী বিমান থেকে এ হামলা চালানো হয়েছে। ‘ওই এলাকায় একটি বিমান হামলায় অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত বেশ কয়েকজন বেসামরিক লোকের হতাহত হওয়ার খবরটি অত্যন্ত দুঃখজনক।’ লোহিত সাগর উপকূলে মোখা অঞ্চলের কাছে চলমান সহিংসতা ও সংঘর্ষ থেকে জীবন বাঁচাতে এটা বাড়িঘর ছেড়ে পালিয়ে ছিলেন।
×