ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাপানের প্রবালও সাদা হয়ে যাচ্ছে

প্রকাশিত: ০৫:৪৫, ২০ জুলাই ২০১৭

জাপানের প্রবালও সাদা হয়ে যাচ্ছে

জাপানের কাছে বিশ্বের সবচেয়ে উত্তর প্রান্তে অবস্থিত প্রবাল প্রাচীরও ব্লিচিং বা সাদা হয়ে চলেছে, মঙ্গলবার দেশটির একজন বিজ্ঞানী এ কথা বলেছেন। মহাসাগরের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে প্রবাল প্রাচীরগুলো সাদা হয়ে যাচ্ছে বলে বিজ্ঞানীরা অনেকদিন ধরেই সতর্ক করে দিয়ে আসছিলেন। এরই সর্বশেষ উদাহরণ হলো জাপানের প্রবাল প্রাচীর সাদা হয়ে যাওয়ার খবরটি। এএফপি। সুষ্ঠু প্রবাল প্রাচীর সমুদ্র উপকূলকে ঝড় থেকে যেমন রক্ষা করে তেমনি একটি বহু জলজ প্রাণীর আবাসনের ব্যবস্থা করে থাকে। যেমন মাছ ও অন্যান্য জলজ প্রাণী। এদিক দিয়ে প্রবাল প্রাচীর একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করে তেমনি এর বিশাল অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। প্রবাল প্রাচীর ক্ষয়ে গেলে প্রবালের অস্তিত্ব বিপন্ন করে তোলে। বিশেষজ্ঞরা বলছেন, ব্লিচিং বা ক্ষয়ে যাওয়া মাত্রা অল্প হলে সেটি প্রাকৃতিক উপায়ে কাটিয়ে ওঠা যায়। তবে সেটি অনেক বেশি মাত্রায় হলে প্রবাল প্রাচীর ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। জাপানের রাজধানী টোকিও থেকে ১ হাজার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সুশিমা দ্বীপের উপকূলের কাছাকাছি যে প্রবাল প্রাচীর রয়েছে তার ৩০ শতাংশ ব্লিচিংয়ের ফলে ক্ষয়ে গেছে, সেন্টার ফর এনভায়রনমেন্টাল বায়োলজি এ্যান্ড ইকো সিস্টেমের পরিচালক হিরোয়া ইয়ারমানোর নেতৃত্বে একটি গবেষকদল গত বছর ডিসেম্বরে ওই এলাকা পর্যবেক্ষণ করতে গিয়ে এটি জানতে পারে। ইয়ারমানো জানান যে, গত গ্রীষ্ম মৌসুমে জাপানের ওকিনাওয়া ক্রান্তীয় দ্বীপপুঞ্জের কাছে ব্যাপক মাত্রায় ব্লিচিং হয়েছে। তিনি আরও বলেন, ওকিনাওয়া দ্বীপপুঞ্জের কাছাকাছি প্রবাল প্রাচীরের আশেপাশে নিম্ন তাপমাত্রার পানির দিকে ছড়িয়ে পড়েছে। কিয়োশু, শিকোকু হনুশু দ্বীপের দিকে প্রবালগুলো বিস্তার লাভ করেছে। তিনি বলছেন, আত্মরক্ষার প্রয়োজনেই প্রবাল নিজের এ রকম বিস্তার ঘটিয়েছে। তবে এতে করেও শেষ পর্যন্ত টিকে থাকছে না প্রবাল। ইয়ারমানোর কথায় পরিস্থিতি খুবই খারাপ। ২০১৫ সাল থেকেই ক্রান্তীয় প্রবাল প্রাচীর স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রার ধকল সামলাচ্ছে। উচ্চ তাপমাত্রা দীর্ঘ সময় ধরে থাকায় এ অঞ্চলের প্রবালের ৭০ শতাংশের এ ধরনের অভিজ্ঞতা হয়েছে। এ থেকে প্রবাল সাদা হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ বছর শুরুর দিকে তাপমাত্রা আরেক দফা বেড়ে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলীয় গ্রেট ব্যারিয়ার রিফের অংশ বিশেষ সাদা করে দেয়। অস্ট্রেলিয়ার পার্শ্ববর্তী গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর। সেখানে টানা দুই বছর ধরে উচ্চ তাপমাত্রা বিরাজ করছে। প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি পর্যন্ত আমেরিকান সামোয়া পর্যন্ত প্রবাল সাদা হয়ে যেতে দেখা গেছে। আমেরিকার ন্যাশনাল ওশেনিক এ্যান্ড এ্যাটমস্ফেরিক এ্যাডমিনিস্ট্রেশন গত মাসে জানিয়েছে, মহাসাগরের পানির তাপমাত্রা বৃদ্ধির এ ধারা তিন বছর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ১৯৮০’র দশকে একবার মহাসাগরের উচ্চ তাপমাত্রা তিন বছর পর্যন্ত অব্যাহত ছিল বলে তারা উল্লেখ করেছে।
×