ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজ হবিগঞ্জে হাসপাতাল ভবন উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪২, ২০ জুলাই ২০১৭

আজ হবিগঞ্জে হাসপাতাল ভবন উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৯ জুলাই ॥ প্রায় ২১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ২৫০ শয্যাবিশিষ্ট নতুন একটি আধুনিক ভবন উদ্বোধন হচ্ছে বৃহস্পতিবার। সদর হাসপাতাল ক্যাম্পাসের সম্মুখ প্রবেশপথে ৬ তলা বিশিষ্ট এই ভবনটি উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোঃ নাসিম। সংশ্লিষ্ট হাসপাতালের সিভিল সার্জন জানান, এ উপলক্ষে এদিন বিকেল ৩টায় হবিগঞ্জ কালেক্টরেট প্রাঙ্গণের নিমতলায় এক সুধী সমাবেশের আয়োজন করেছে স্বাস্থ্য বিভাগ, হবিগঞ্জ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী মোহাম্মদ নাসিম। সভাপতিত্ব করবেনÑ এমপি আলহাজ মোঃ আবু জাহির। বিশেষ অতিথি থাকবেন, এমপি মোঃ আবদুল মজিদ খান ও স্বাস্থ্য সচিব মোঃ সিরাজুল ইসলাম ও জেলা প্রশাসক সাবিনা আলম। ত্রিপুরাপল্লীতে বিশুদ্ধকরণ ট্যাবলেট ও স্যালাইন বিতরণ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সীতাকু- উপজেলার সেই ত্রিপুরা পল্লীতে বিতরণ করা হচ্ছে ৩০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ১০ হাজার খাবার স্যালাইন। পানিবাহিত রোগের আশঙ্কা থেকে শিশুদের মুক্ত রাখার লক্ষ্যে সিভিল সার্জন কার্যালয় থেকে এগুলো সরবরাহ করা হয়েছে। জানা যায়, সীতাকু-ের সোনাইছড়ি ইউনিয়নের পাহাড়ে অবস্থিত ত্রিপুরা পল্লীতে স্থাপন করা হয়েছে স্বাস্থ্য কেন্দ্র। সেখানে নিয়োগ করা হয়েছে স্বাস্থ্য কর্মী। বুধবার স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে যান চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী। তিনি সঙ্গে করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ওর স্যালাইন নিয়ে যান।
×