ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিলেটে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

প্রকাশিত: ০৫:৪১, ২০ জুলাই ২০১৭

সিলেটে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটের বিছনাকান্দি পাথর কোয়ারী এলাকায় পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। পর্যটকের নাম সূর্য্য খান (২৫)। সে ঢাকা উত্তরার বাসিন্দা, তারা ৪০ জনের একটি টিম বিছনাকান্দিতে বেড়াতে আসে। সূর্য্য খান একটি মোবাইল কোম্পানিতে চাকরি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর দেড়টার দিকে সূর্য্য খান ও ৪০ জনের একটি টিমসহ বন্ধু মিলে একসঙ্গে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি বেড়াতে আসে। সেখানে পানিতে গোসল করতে নেমে সাঁতার কাটতে গিয়ে সূর্য্য পানিতে তলিয়ে নিখোঁজ হন। স্থানীয় লোকজন খোঁজাখুঁজির পর বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করেন। পবায় স্কুলছাত্রী স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, পবায় পানিতে ডুবে সুমি আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ঘোষপুকুর বিল নেপালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সুমি ওই গ্রামের বাবুল আক্তারের মেয়ে ও সুন্দরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। বেড়ায় জুয়াড়ি সংবাদদাতা, বেড়া, পাবনা থেকে জানান, বেড়া উপজেলার আমিনপুর থানার মাশুমদিয়ায় পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে রণজিৎ সাহা (৪০) নামের এক জুয়াড়ি মারা গেছে। বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। সে ভবানীপুর গ্রামের রবি সাহার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে একদল জুয়াড়ি মাশুমদিয়া হাইস্কুলের পেছনে আমবাগানে জুয়া খেলছিল। খবর পেয়ে আমিনপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় জুয়াড়িরা দৌড়ে পালিয়ে যায়। রণজিৎসহ কয়েকজন পাশের আত্রাই নদীতে ঝাপিয়ে পড়ে। অন্যরা সাঁতরে পাড়ে উঠলেও রণজিৎ পানিতে ডুবে যায়। খবর পেয়ে বাড়ির লোকজন রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। বুধবার সকাল পৌনে সাতটার দিকে তার লাশ ভেসে উঠলে তার স্বজনেরা মৃতদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। এ সময় আমিনপুর থানার পুলিশ উপস্থিত ছিল। বদরগঞ্জে শিশু সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর থেকে জানান, রংপুরের বদরগঞ্জে পুকুরের পানিতে পড়ে রুমান বাবু নামে দুই বছরের এক শিশু মারা গেছে। গতকাল উপজেলার মধুপুর ইউনিয়নের আউলিয়াগঞ্জ ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। জানা যায়, রুমান বাবু ওইদিন বেলা ১১টার দিকে বাড়ির বাইরে শিশুদের সঙ্গে খেলতে ছিল।
×