ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে র‌্যাবের গুলি বিনিময়ে জলদস্যু কালাম হত

প্রকাশিত: ০৫:৪০, ২০ জুলাই ২০১৭

চট্টগ্রামে র‌্যাবের গুলি বিনিময়ে জলদস্যু কালাম হত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে এক যুবক। আবুল কালাম ওরফে ল্যাংরা কালাম (২৫) নামের এ যুবক সোনাগাজী উপজেলার চর দরবেশ গ্রামের হোসেন আহমদের ছেলে। বুধবার ভোর রাতে নগরীর পলোগ্রাউন্ড মাঠে এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ২টি আগ্নেয়াস্ত্র এবং গুলি। র‌্যাব সূত্র জানায়, নিহত কালাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত তালিকাভুক্ত একজন সন্ত্রাসী। এলাকায় তার পরিচিতি জলদস্যু হিসেবে। তার একটি বাহিনীও রয়েছে। সে ওই বাহিনীর প্রধান। এলাকার ত্রাস কালাম মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে আরও বেশ ক’জন সন্ত্রাসীসহ অবস্থান করছিল। সশস্ত্র এ গ্রুপটির অবস্থান গোপন তথ্য জানতে পেরে র‌্যাবের একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীদের পক্ষ থেকে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গোলাগুলির একপর্যায়ে কিছু সন্ত্রাসী দেয়াল টপকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় আবুল কালামকে। এ ছাড়া সেখান থেকে একটি একে-২২ রাইফেল, একটি বিদেশী পিস্তল এবং কিছু গুলি উদ্ধার করা হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ আবুল কালামকে ভোর রাতে হাসপাতালে আনা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। র‌্যাবের এএসপি মিমতানুর রহমান জানান, নিহত কালাম একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। স্বরাষ্ট্র্র মন্ত্রণালয়ের তালিকায় তার নাম রয়েছে। এলাকায় এবং সমুদ্রে জলদস্যুতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
×