ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভেঙ্গে গেছে শেখ কামাল সেতুর সিøপার

প্রকাশিত: ০৫:৩৯, ২০ জুলাই ২০১৭

ভেঙ্গে গেছে শেখ কামাল সেতুর সিøপার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৯ জুলাই ॥ কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের আন্ধারমানিক নদীর উপর নির্মিত শেখ কামাল সেতুর এক পাশের ফুটপাথের কয়েকটি সিøপার ভেঙ্গে গেছে। ফলে পথচারী চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। অভিযোগ রয়েছে, বিটিসিএল’র সাবমেরিন কেবল স্থাপনকালে ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন এসব সিøপার ভেঙ্গে ফেলেছে। পথচারী লুৎফুল হাসান বলেন, গুরুত্বপূর্ণ এ সেতুর ফুটপাথের কয়েকটি সিøপার দীর্ঘদিন ভেঙ্গে পড়ে আছে। সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী রিপন মিয়া বলেন, তাদের অবহিত না করেই শেখ কামাল সেতুর ফুটপাথের সিøপার তুলে বিটিসিএল’র সাবমেরিন কেবল সংযোগ স্থাপন করেছে। তখন কয়েকটি সিøপার ভেঙ্গে ফেলেছে। সওজ বিষয়টি বাধা দেয়ায় তারা কাজ বন্ধ রেখেছে। তবে বিটিসিএল’র পক্ষ থেকে অচিরেই ভাঙ্গা সিøপার মেরামত করবে বলে তাদের বলেছে।
×