ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় বৃক্ষমেলায় বিএডিসি স্টলের প্রথম পুরস্কার অর্জন

প্রকাশিত: ০৫:৩৩, ২০ জুলাই ২০১৭

জাতীয় বৃক্ষমেলায় বিএডিসি স্টলের প্রথম পুরস্কার অর্জন

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) জাতীয় বৃক্ষমেলা ২০১৭-এ অংশগ্রহণকারী স্টলসমূহের মধ্য হতে সরকারী ও আধা-সরকারী স্টল ক্যাটাগরিতে ১ম স্থান অধিকার করেছে। গত রবিবার বন অধিদফতরের হৈমন্তী অডিটরিয়াম, আগারগাঁওয়ে বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি পুরস্কার বিতরণ করেন। পুরস্কার গ্রহণ করেন ড. মাহবুবে আলম, যুগ্ম পরিচালক (উদ্যান), বিএডিসি, কাশিমপুর, গাজীপুর। উল্লেখ্য, বৃক্ষমেলায় এবারের প্রতিপাদ্য ছিল ‘বৃক্ষরোপণ করে যে, সম্পদশালী হয় সে। বিজিবি শ্রীমঙ্গল সেক্টর তৃতীয় ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১৬’-এর ঘ শ্রেণীতে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর তৃতীয় স্থান অর্জন করেছে। উল্লেখ্য, এ বছর বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কর্তৃক বিভিন্ন প্রজাতির এক লাখ চুরানব্বই হাজার দুইশ’ বনজ ও ফলদ বৃক্ষরোপণ করা হয়। তারই স্বীকৃতিস্বরূপ রবিবার পরিবেশ ও বনমন্ত্রী পুরস্কার বিরতণ করেন। ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আশরাফুল ইসলাম। বিজ্ঞপ্তি
×