ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচন কমিশন শেখ হাসিনার, জনগণের নয় ॥ রিজভী

প্রকাশিত: ০৫:৩২, ২০ জুলাই ২০১৭

নির্বাচন কমিশন শেখ হাসিনার, জনগণের নয় ॥ রিজভী

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৯ জুলাই ॥ প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে উদ্দেশ্য করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার আপনাকে হারিকেন দিয়ে খুঁজে নিয়ে এসে প্রধান নির্বাচন কমিশনার বানিয়েছে। এখন আপনি প্রধানমন্ত্রীর সুরেই কথা বলছেন। সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনি কাজ করছেন। আপনি রকিব মার্কা নির্বাচনের মতোই নির্বাচন করতে চাচ্ছেন। আপনার অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কঠিন হবে। তাই এ নির্বাচন কমিশন শেখ হাসিনার, দেশের জনগণের নয়। বুধবার দুপুরে নগরীর বাদুরতলা ধর্মসাগরপাড়স্থ জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, দেশের ১৮ লাখ মানুষ চিকুনগুনিৃয়ায় আক্রান্ত হয়েছে। তাদের কোন চিকিৎসা ব্যবস্থা নেই। সরকার এটিকে মহামারী বলতে নারাজ। মশা মারার নামে লাখ লাখ টাকা লোপাট করা হচ্ছে। তিনি বলেন, দুর্গত অঞ্চলে ত্রাণ নেই। মানুষ বহু কষ্টে জীবনযাপন করছে। সরকারের এ ব্যর্থতাকে আড়াল করতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
×