ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিলেটে নৌকাডুবি ॥ দুই যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৫:৩২, ২০ জুলাই ২০১৭

সিলেটে নৌকাডুবি ॥ দুই যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ফেঞ্চুগঞ্জে বিলে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে দুই যুবকের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার রাতে স্থানীয় নুরপুর এলাকার গাড়ুনী বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছে রিয়াজ আহমদ (২৪) ও তার খালাত ভাই শিহান উদ্দিন (২৭)। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, শখের বশে বিলে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে তারা মারা যান। ওই সময় নৌকাতে পাঁচজন ছিলেন, তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। বিকেলে শিহানদের ফেঞ্চুগঞ্জের বাড়িতে বেড়াতে যান রিয়াজ। রাতে বিলে জাল দিয়ে মাছ ধরতে গেলে নৌকায় পানি উঠে নৌকাডুবির ঘটনা ঘটে। কক্সবাজারে উদ্ধার ৮ স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, বঙ্গোপসাগরের কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টসংলগ্ন স্থানে একটি ফিশিংবোট ডুবির ঘটনায় ৮ জেলেকে উদ্ধার করেছে সৈকতের জেটস্কি চালকরা। বুধবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। উদ্ধার জেলেদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ডুবে যাওয়া বোটটির মালিক শহরের সিটি কলেজ এলাকার কাসেম বলে জানা গেছে। উদ্ধারকারী জেটস্কি চালক জানান, প্রবল ঢেউয়ের কবলে পড়ে বোটটি ডুবে যাচ্ছিল দেখতে পেয়ে তিনি ও হোসেন নামে দু’জন চালক জেটস্কি নিয়ে ডুবে যাওয়া বোটে থাকা জেলেদের উদ্ধারে এগিয়ে যান। ততক্ষণে ট্যুরিস্ট পুলিশের একটি টিমও উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। বেশ কিছুক্ষণ প্রচেষ্টা চালিয়ে বোটের ৮ জেলেকে উদ্ধার করতে সক্ষম হন তারা। বোমা ও শ্যালো মেশিন ধ্বংস স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ভোলাগঞ্জ ও জাফলংয় পাথর কোয়ারী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি বোমা মেশিন ও শ্যালো মেশিন ধ্বংস করা হয়েছে। এছাড়া এর সঙ্গে জড়িত জাফলংয় থেকে ৫ জনকে আটক ও ভোলাগঞ্জে একজনকে জরিমানা করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোলাগঞ্জে রেলওয়ের বাঙ্কারের পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৬টি বোমা মেশিন ভেঙ্গে ফেলা হয়েছে। এছাড়া ৪টি বোমা মেশিন পুড়িয়ে দেয়া হয়েছে।
×