ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাল্টি ফ্যাবসে বিস্ফোরণে

নিহতদের পরিবার সচ্ছল হওয়া পর্যন্ত কারখানা দায়িত্ব পালন করবে ॥ এমডি

প্রকাশিত: ০৮:১১, ১৯ জুলাই ২০১৭

নিহতদের পরিবার সচ্ছল হওয়া পর্যন্ত কারখানা দায়িত্ব পালন করবে ॥ এমডি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে মাল্টিফ্যাবস পোশাক কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণে নিহত ১৩ জনের পরিবারকে আর্থিক সহায়তার মোট ৭২ লাখ ৮০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির মাল্টি ফ্যাবস লিমিটেড কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোঃ মহিউদ্দিন ফারুকী এ চেক বিতরণ করেন। এ সময় তারা নিহত প্রতিজনের পরিবারের হাতে ৫ লাখ ৬০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ওই চেক তুলে দেন। মাল্টি ফ্যাবস লিমিটেড ও ডেনমার্কের বায়ার রেক্স হোম (আইডি’র) পক্ষ থেকে এ অর্থ দেয়া হয়।
×