ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাভার্ডভ্যান চাপায় কনস্টেবল নিহত

প্রকাশিত: ০৭:৪২, ১৯ জুলাই ২০১৭

কাভার্ডভ্যান চাপায় কনস্টেবল নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালিয়াকৈরে মঙ্গলবার কাভার্ডভ্যান চাপায় কর্তব্যরত অবস্থায় হাইওয়ে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। নিহতের নাম সাদ্দাম হোসেন (২৬)। তিনি ময়মনসিংহের ভালুকা থানার ঘোয়ারী এলাকার আব্দুস সালামের ছেলে। সম্প্রতি তিনি সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানায় কনস্টেবল হিসেবে যোগদান করেন। এছাড়া দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদ্দিনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ওসি মোঃ হোসেন সরকার জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় মঙ্গলবার বিকেলে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল সাদ্দাম হোসেন। এ সময় উল্টো পথ দিয়ে আসা সাভার থেকে গাজীপুরগামী একটি কাভার্ডভ্যানকে থামানোর জন্য এগিয়ে যান সাদ্দাম। কিন্তু চালক ওই কভার্ডভ্যানটি না থামিয়ে পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেনকে চাপা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে সাদ্দাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ কাভার্ডভ্যান ও চালক ইউসুফকে (২৭) আটক করেছে। আটক চালকের বাড়ি ভোলায়।
×