ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিষয় ॥ প্রাথমিক বিজ্ঞান;###;মোঃ আনোয়ার হোসেন;###;বি.এস.সি (অনার্স), ;###;এম.এস.সি (১ম শ্রেণি, রসায়ন),;###;সহকারি শিক্ষক, দেলুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমদীঘি, বগুড়া।;###;মোবাইল : ০১৭২৪৬২৩৭৮৭

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:১৯, ১৯ জুলাই ২০১৭

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

পরিবেশ দূষণ প্রশ্ন: পরিবেশ দূষণ কী? উত্তর : মানুষ পরিবেশকে বিভিন্ন ভাবে ব্যবহারের ফলে পরিবেশের যে পরিবর্তন ঘটে যা জীবের জন্য ক্ষতিকর তাকে পরিবেশ দূষণ বলে। প্রশ্ন :পরিবেশ দূষণের তিনটি কারন লেখ। উত্তর : পরিবেশ দূষণের তিনটি কারন হলো শিল্পায়ন, জীবাশ্ম জ্বালানি ও জনসংখ্যা বৃদ্ধি। প্রশ্ন : জীবাশ্ম জ্বালানি কী? উত্তর : জীবাশ্ম জ্বালানি হল এক প্রকার জ্বালানি যা অবাত পচন প্রক্রিয়ায় তৈরি হয়। মৃত গাছের পাতা, মৃতদেহ ইত্যাদি জীবনের উপাদান হাজার হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়ে এ জ্বালানি তৈরি হয়। প্রশ্ন : কয়েকটি জীবাশ্ম জ্বালানির নাম লেখ। উত্তর : তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস। প্রশ্ন : জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারন কী? উত্তর : শিল্পায়ন। প্রশ্ন : বায়ু দূষণের প্রধান কারণ কী? উত্তর : বায়ু দূষণের প্রধান কারণ হলো যানবাহন ও কলকারখানার নির্গত ধোঁয়া। প্রশ্ন : কিভাবে বায়ু দূষিত হয়? উত্তর : বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দূর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত হয়। প্রশ্ন : বায়ু দূষণের দুটি ক্ষতিকর প্রভাব লেখ। উত্তর : (১)পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ও (২) এসিড বৃষ্টি। প্রশ্ন : পানি দূষণ কী? উত্তর : পানি দূষণ বলতে পানিতে কোন বিষাক্ত দ্রব্য অথবা দূষিত বর্জ্য পদার্থ মিশ্রণের ফলে জলজ প্রাণীর ক্ষতি সাধন ও মানব ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার প্রক্রিয়াকে বুঝায়। প্রশ্ন : পানি দূষণের ফলে মানুষ কী কী রোগে আক্রান্ত হচ্ছে? উত্তর : পানি দূষণের ফলে মানুষ কলেরা বা ডায়রিয়ার মতো পানিবাহিত রোগে ও বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে। প্রশ্ন : পানি কিভাবে দূষিত হয়? উত্তর : পয়ঃনিষ্কাশন বা গৃহস্থালির বর্জ্য অথবা কারখানার বর্জ্য পদার্থের মাধ্যমে পানি দূষিত হয়। প্রশ্ন : কোন দূষণ মানুষ ও জীবযন্তুর স্বাস্থ্যের ক্ষতি সাধন করে? উত্তর : শব্দ দূষণ। প্রশ্ন : শব্দ দূষণের তিনটি কারণ লেখ। উত্তর : বিনা প্রয়োজনে গাড়ির হর্ণ বাজানো, উচ্চ স্বরে গান বাজানো ও কলকারখানার বড় বড় যন্ত্রপাতির ব্যবহার। প্রশ্ন : শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব কী? উত্তর : অবসন্নতা, শ্রবণ শক্তি হ্রাস, ঘুমে ব্যাঘাত সৃস্টি, কর্মক্ষমতা হ্রাস ইত্যাদি সমস্যা শব্দ দূষণের ফলে হয়ে থাকে। প্রশ্ন : মাটির উর্বরতা নষ্টের কারণ কী? উত্তর : মাটি দূষণ। প্রশ্ন : মাটি কিভাবে দূষিত হয়? উত্তর : কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশক, গৃহস্থালি ও হাসপাতালের বর্জ্য কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ ও তেল ইত্যাদির মাধ্যমে মাটি দূষিত হয়। প্রশ্ন : পরিবেশ সংরক্ষণ বলতে কী বোঝ? উত্তর : প্রাকৃতিক সম্পদের সুরক্ষা ও যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ। প্রশ্ন : আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি? উত্তর : বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে, প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে, পূনঃব্যবহার করে ও রিসাইকেল করে ও আমরা প্রাকৃতিক সম্পদ তথা পরিবেশ সংরক্ষণ করতে পারি।
×