ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৭:০৯, ১৯ জুলাই ২০১৭

টুকরো খবর

ভিসি নিয়োগ দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৮ জুলাই ॥ অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার দুপুরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেনÑ বিশ^বিদ্যালয়ের সাবেক প্রক্টর ও সামাজিক বিজ্ঞান অনুষদের (ভারপ্রাপ্ত) ডিন অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার ড. তৌহিদুল ইসলাম, বিশ^বিদ্যালয় প্রকৌশলী আবু তালেব, অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুল ইসলাম মজনু ও সাধারণ সম্পাদক সাদৎ-আল-হারুন। বক্তারা বলেন, ভিসি ছাড়া একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। দীর্ঘদিন যাবৎ ভিসি না থাকায় বিশ্ববিদ্যালয়ের সকল কাজেই প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। স্থগিত পরীক্ষা গ্রহণের দাবি স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের বছর মেয়াদী গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের স্থগিত হওয়া পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। রাজশাহীতে সংবাদ সম্মেলন করে প্রায় দুই বছর ধরে স্থগিত থাকা এ কোর্সের পরীক্ষা দ্রুত গ্রহণের দাবি জানান তারা। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ ব্যাপারে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থী ইনসান আলী বলেন, ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি স্কুলে সহকারী গ্রন্থাগারিকের পদ সৃষ্টি করেছেন। সাধারণত বিভিন্ন স্কুল, কলেজে সহকারী গ্রন্থাগারিক পদে চাকরির শর্ত হিসেবে প্রফেশনাল এ কোর্সে শিক্ষার্থীরা ভর্তি হয়। ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে অনেকেই এ সার্টিফিকেট দিয়ে নিয়োগ নেবে, কারও বেতন চালু হবে, আবার কেউ তিন বছরের মধ্যে সার্টিফিকেট জমা দেবে এ শর্তে এমপিও নিয়েছে। কিন্তু এক বছর মেয়াদের এ কোর্সটি দুই বছর পার হয়ে গেলেও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ছয় দফা দাবিতে অবস্থান ধর্মঘট নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৮ জুলাই ॥ গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ করেছে । গত দুদিন ধরে তারা এ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার সকালে দ্বিতীয় দিনের মতো ক্লাস না করে রুমের সামনে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচী পালন করে। শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা করেছে। জানা গেছে, চলতি বছরের ৩১ মে ইংরেজী বিভাগের শিক্ষার্থী চয়ন মল্লিক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক, অশোভন এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট হয় এমন লেখালেখি করে। এ সময় এক শিক্ষককে উদ্দেশ্য করে অশোভন ভাষায় গালিগালাজও করা হয়। এ জন্য একই বিভাগের শিক্ষার্থী চয়ন মল্লিককে (এম এ) একাডেমি ও হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর থেকে মাস্টার্সের শিক্ষার্থী চয়ন মল্লিককে পরীক্ষা দেয়ার সুযোগ দেয়ার দাবিতে তার সহপাঠীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আসছে। এদিকে ইংরেজী বিভাগের একাডেমিক কমিটি মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একাডেমির পরিবেশ বিঘœ করা এবং অন্যকে প্ররোচনা দেয়ায় মাস্টার্স দ্বিতীয় বর্ষের আরো ৭ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। প্রথমে মাস্টার্সের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলেও মঙ্গলবার দুপুরে অনার্সের সকল বর্ষের শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেয়। শিক্ষার্থীদের দাবিগুলো হলোঃ বহিষ্কৃতদের পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা, স্বল্প সময়ে সেমিস্টার পরীক্ষার ফল দেয়া, নিঃশর্তে শিক্ষার্থী চয়নের বহিষ্কার আদেশ প্রত্যাহার, বিভাগের সমিতির নিয়ন্ত্রণ শিক্ষার্থীদের হাতে ছেড়ে দেয়া, ক্লাসরুমে প্রজেক্টরের ব্যবস্থা করা ও সেমিনারে পর্যাপ্ত কম্পিউটারের ব্যবস্থা করা। ১৫ অস্ত্র উদ্ধার ॥ আটক এক স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চৌগাছায় ১৫টি ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলা ভারত সীমান্তবর্তী সাঞ্চাডাঙ্গা গ্রামের জাহাঙ্গীরের বাড়ি থেকে এই এয়ারগান উদ্ধার করা হয় বলে দাবি করেছে ডিবি। এ সময় এয়ারগানের মালিক জাহাঙ্গীরকে আটক করা হয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাঞ্চাডাঙ্গা গ্রামের একটি কবরস্থান থেকে একটি বস্তার ভেতর থেকে এয়ারগানগুলো উদ্ধার করা হয়। আটক জাহাঙ্গীর সাঞ্চাডাঙ্গা গ্রামের হানিফ আলীর পুত্র। যশোর গোয়েন্দা পুলিশের ওসি রফিকুল ইসলাম জানান, জাহাঙ্গীরের বাড়ি থেকে ১৫টি ইয়ারগান উদ্ধার করা হয়। এ সময় এয়ারগানের মালিক জাহাঙ্গীরকে করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
×