ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বে সবচেয়ে বড় ঝুঁকি জলবায়ু পরিবর্তন ॥ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৭:০৬, ১৯ জুলাই ২০১৭

বিশ্বে সবচেয়ে বড় ঝুঁকি জলবায়ু পরিবর্তন ॥ পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশ জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। মঙ্গলবার দুপুরে খানসামা উপজেলা চত্বরে তিন দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে খানসামা উপজেলার সকল সরকারী-আধা সরকারী, স্বায়ত্তশাসিত ও বেসরকারী প্রতিষ্ঠানকে ধূমপানমুক্ত ঘোষণা করে সবুজ উপজেলা গড়ার ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, পৃথিবীতে এখন সবচেয়ে বড় ঝুঁকি জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ্, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আব্দুল জব্বার, সহ-সভাপতি আতোয়ার রহমান, সাধারণ সম্পাদক শফিউল আযম চৌধুরী লায়ন, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ। নেত্রকোনায় পিকআপ অটোরিক্সা সংঘর্ষ ॥ নারী নিহত নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৮ জুলাই ॥ সদর উপজেলার বনুয়াপাড়ায় মঙ্গলবার বিকেলে সিএনজি ও পিকআপের সংঘর্ষে শারমিন আক্তার (২৩) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি কেন্দুয়া উপজেলার কাশিপুর গ্রামের ইমাম হোসেনের স্ত্রী। এ সময় অপর তিন যাত্রী আহত হন। জানা গেছে, কাশিপুর গ্রামের ইমাম হোসেনের স্ত্রী শারমীন আক্তার তার বাবার সঙ্গে নেত্রকোনা শহরে এসেছিলেন। বেলা ২টার দিকে সিএনজিতে করে বাড়ি ফিরছিলেন তারা। সদর উপজেলার বনুয়াপড়ায় ওই সিএনজিটির সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শারমীন আক্তার ঘটনাস্থলেই নিহত হন। নাটোরে ভ্যানযাত্রী নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, গুরুদাসপুরে বাসের ধাক্কায় রমেশা বেগম (৭৫) নামে এক ভ্যানযাত্রী নিহত ও দুইজন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কাচিকাটা বিশ্বরোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
×