ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইল-দেলদুয়ার সড়ক

ব্রিজ ভেঙ্গে ইউরিয়া ভর্তি ট্রাক খালে, যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ০৭:০৫, ১৯ জুলাই ২০১৭

ব্রিজ ভেঙ্গে ইউরিয়া ভর্তি ট্রাক খালে, যোগাযোগ বন্ধ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৮ জুলাই ॥ বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক খাদে পড়ে টাঙ্গাইল-দেলদুয়ার সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ সড়কের সরাতৈল নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাকের মধ্যে ৩৫ টন ইউরিয়া সার ছিল। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক উদ্ধারে কাজ করে যাচ্ছে। এ ঘটনায় ট্রাকের দুইজন আহত হয়েছে। দেলদুয়ার থানার ওসি মোশারফ হোসেন জানান, চট্টগ্রাম থেকে একটি ট্রাক যানজট এড়াতে দেলদুয়ার হয়ে টাঙ্গাইল যাচ্ছিল। সরাতৈল বেইলি ব্রিজে উঠার পর ব্রিজ ভেঙ্গে ট্রাকটি পানিতে ডুবে যায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার আহত হয়। তাদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×