ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাজ না করে কাবিটা প্রকল্পের টাকা উত্তোলন

প্রকাশিত: ০৭:০৪, ১৯ জুলাই ২০১৭

কাজ না করে কাবিটা প্রকল্পের টাকা উত্তোলন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোল্লাহাট উপজেলার দুটি কাবিটা প্রকল্পে কোন কাজ না করেই সংশ্লিষ্টদের যোগসাজশে টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বৈঝাকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট ও সোলার স্থাপন বাবদ চার লাখ টাকা এবং নতুন ঘোষগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট ও সোলার স্থাপন বাবদ চার লাখ টাকার কোন কাজ করা হয়নি। নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) বিশেষ ১ম পর্যায়ের অধীনে উল্লিখিত দুটি প্রকল্পের মাটি ভরাটের জন্য চার লাখ টাকা এবং সোলার স্থাপনের জন্য চার লাখ টাকা বরাদ্দ দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেপী বড়াল। উক্ত দুটি প্রকল্পের কোনটিতেই কোনরূপ মাটি ভরাট না করেই দুই কিস্তিতে বরাদ্দকৃত চার লাখ টাকা উত্তোলন করেছেন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি লায়েব আলী ও বেল্লাল ফকির। মাটি ভরাটের সমুদয় অর্থ উত্তোলন করে আত্মসাতের অভিযোগ যথাযথ নয় উল্লেখ করে এল জাকির হোসেন বলেন, আগামী ৫-৬ দিনের মধ্যে প্রতিষ্ঠান দুটির মাঠ ভরাটের কাজ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার শামীম হাসান জানান, পকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে তার কথা হয়েছে। ওই প্রকল্পের কাজ হয়নি বিধায় বিল দেয়া হয়নি।
×