ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু শেখ মুজিব সিলিকন সিটির অবকাঠামো নির্মাণ শুরু

প্রকাশিত: ০৭:০৩, ১৯ জুলাই ২০১৭

বঙ্গবন্ধু শেখ মুজিব সিলিকন সিটির অবকাঠামো নির্মাণ শুরু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গেট ও সীমানা প্রাচীরের ভিত্তিপ্রস্তর উন্মোচনের মধ্য দিয়ে বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু সিলিকন সিটির অবকাঠামো নির্মানের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হলো বিভাগীয় শহর রাজশাহীতে। মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু সিলিকন সিটির ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, হাই-টেক পার্কের নির্মাণ শেষে এখানে ১৪ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ২০২১ সাল নাগাদ রাজশাহীকে সারা বিশ্বই চিনবে এই হাই-টেক পার্কের মধ্য দিয়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রকল্পের পরিচালক একেএম ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্য আয়েন উদ্দিন ও সংরক্ষিত নারী আসনের এমপি আক্তার জাহান।
×