ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে চাচাত ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত: ০৭:০৩, ১৯ জুলাই ২০১৭

গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে চাচাত ভাই-বোনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৮ জুলাই ॥ গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বৃষ্টিপুর গ্রামে মঙ্গলবার দুপুরে পুকুরের পানিতে ডুবে মুছা মিয়া (৮) ও রিয়ামনি (৫) নামে চাচাত দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। মুছা মিয়া ওই গ্রামের মজনু মিয়ার ছেলে ও রিয়ামনি এনামুল হকের ছেলে। মুছা ও রিয়া সম্পর্কে চাচাত ভাই-বোন। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিলে মুছা ও রিয়া। খেলার একপর্যায় তারা দুজনে পুকুরের পানিতে ডুবে যায়। রাজশাহীতে স্কুলছাত্র স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, রাজশাহীতে পুকুরের পানিতে ডুবে আকাশ হোসেন ওরফে জুবায়ের (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহী পোস্টাল একাডেমির পুকুরে এ ঘটনা ঘটে। জুবায়ের নগরীর মথুরডাঙা মহল্লার মাহমুদ সোহেলের ছেলে। পোস্টাল কমপ্লেক্স নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করত সে। রাজশাহী সদর ফায়ার স্টেশনের ডুবুরি দল জুবায়েরের লাশ উদ্ধার করে। ডুবুরি দলের অধিনায়ক নুরুন্নবী বলেন, দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমেছিল জুবায়ের। এরপর সে তলিয়ে যায়। ঘটনা জানাজানি হলে খবর দেয়া হয় দমকল বাহিনীকে। ঈশ্বরদীতে দুই ছাত্র স্টাফ রিপোর্টার ঈশ্বরদী থেকে জানান, সাহাপুরের চরগড়গড়ি গ্রামে সোমবার বিকেলে একই পরিবারের দুই স্কুলছাত্র পুকুরের পানিতে ডুবে মারা গেছে। এরা হলোÑ আল মামুন এবং তানজিন হোসেন। তারা দুইজনই ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
×