ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেগম জিয়া লন্ডন থেকে এসে বলবেন এটা মানি না, ওটা হবে না ॥ নানক

প্রকাশিত: ০৭:০২, ১৯ জুলাই ২০১৭

বেগম জিয়া লন্ডন থেকে এসে বলবেন এটা মানি না, ওটা হবে না ॥ নানক

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ আদর্শবিরোধী কেউ যেন সদস্য হতে না পারে সে বিষয়ে সতর্ক করে দিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, জামায়াত-শিবির-বিএনপির কেউ যাতে ক্ষমতার জন্য আওয়ামী লীগে ঢুকতে না পারে সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। ক্ষমতার হালুয়া-রুটির স্বাদ নিতে কেউ যেন দলীয় সদস্য হতে না পারে। তিনি জামায়াত-বিএনপি জোটের ২০০১ ও ২০১৪ সালের জ্বালাও-পোড়াও, হত্যা ও তা-বের কথা স্মরণ রাখার আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তি নয়; আগামী নির্বাচনে নৌকার পক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও দলীয় সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের উদ্বোধন করেন তিনি। বগুড়া শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। প্রধান অতিথি বলেন, বেগম খালেদা জিয়া দেশে বন্যার কথা বলে লন্ডনে গেছেন। সেখানে তারেক রহমানের সঙ্গে ষড়যন্ত্র করে দেশে এসে বলবেন এটা মানিনা, ওটা হবে না, সেটা চলবে না, দেশেবাসী তা মেনে নেবে না। বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী নেতাকর্মীদের জনগণের পাশে থেকে জনগণের মনোভাবকে উপলব্ধি ও চিন্তাকে ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে আমাদের জয়লাভ করতে হবে। বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু ও বগুড়া জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেনসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
×