ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খাল সংস্কার না করে স্লুইসগেট নির্মাণ সুফল দেবে না

প্রকাশিত: ০৭:০১, ১৯ জুলাই ২০১৭

খাল সংস্কার না  করে স্লুইসগেট নির্মাণ সুফল দেবে না

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শুধু খালের মুখে স্লুইসগেট নির্মাণ এবং পাম্প বসালেই জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে না চট্টগ্রাম নগরীর। যথাযথ সংস্কার, খনন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিলুপ্ত খাল উদ্ধার করে জলাধারের ধারণ ক্ষমতা বাড়াতে হবে। প্রয়োজনীয় এসব কাজ না করলে কোন লাভ হবে না। মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিমত রাখেন ‘পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম’ নেতৃবৃন্দ। এতে লিখিত বক্তব্য পাঠ করেনÑ ফোরামের সহসভাপতি প্রকৌশলী সুভাষ বড়ুয়া। তিনি বলেন, খাল খনন না করে স্লুইসগেট নির্মাণ করলে সব টাকা জলে যাবে। চট্টগ্রাম ক্রমেই চরম দুর্ভোগের এবং অকার্যকর নগরীতে পরিণত হচ্ছে। নগর উন্নয়নে যে সকল প্রতিষ্ঠান কাজ করছে তারা প্রকৃত সমস্যা এবং সমস্যার কারণ চিহ্নিতকরণে অক্ষম। যে কাজগুলো হচ্ছে তা লংটার্ম ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি ফর ট্রাফিক এ্যান্ড ট্রান্সপোটেশন মাস্টার প্ল্যানে প্রস্তাবিত সুপারিশের বিপরীত। চট্টগ্রামকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হলে আগে অবৈধ স্থাপনাগুলো চিহ্নিত করতে হবে। সংবাদ সম্মেলনে পানি নিষ্কাশন, জলাবদ্ধতা নিরসন, যানজট নিরসন, কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিং, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো, পণ্য সরবরাহ এবং মানুষের যাতায়াতে অভ্যন্তরীণ ও জেলা সড়কগুলোর উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেনÑ ফোরাম সভাপতি প্রফেসর মু. সিকান্দার খান, প্রকৌশলী এবিএমএ বাসেত, স্থপতি বিধান বড়ুয়া, অধ্যাপক শফিক হায়দার চৌধুরী, চিটাগাং সেন্টার এ্যান্ড এ্যাডভান্সড স্টাডিজের সদস্য সচিব ড. শামসুল হোসাইন, শিল্পী শাহরিয়ার খালেদ এবং ফোরামের সঙ্গে সংশ্লিষ্টরা। ফোরাম সভাপতি প্রফেসর সিকান্দার খান বলেন, চট্টগ্রাম নগরীর উন্নয়ন কর্মকা- পরিচালিত হচ্ছে অপরিকল্পিতভাবে।
×