ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জেলা ছাত্রলীগের দাবি সিলেটে নিহত লিটু ছাত্রলীগের কর্মী নয়

প্রকাশিত: ০৭:০০, ১৯ জুলাই ২০১৭

জেলা ছাত্রলীগের দাবি সিলেটে নিহত লিটু ছাত্রলীগের কর্মী নয়

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বিয়ানীবাজার সরকারী কলেজে আধিপত্য বিস্তার নিয়ে নিহত লিটু ছাত্রলীগের কর্মী নয় বলে দাবি করেছে সিলেট জেলা ছাত্রলীগ। গোলাগুলিতে নিহত লিটু একজন অছাত্র এবং মোবাইল দোকানের স্বত্বাধিকারী বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ এবং সাধারণ সম্পাদক রায়হান আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এটা জানিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় ছাত্রলীগের বরাত দিয়ে তারা জানান, লিটু একজন অছাত্র এবং মোবাইল দোকানের স্বত্বাধিকারী। লিটু একজন বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসী উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেন, কারও গুলিতে নয় বরং অবৈধ অস্ত্র নিয়ে কলেজ ক্যাম্পাসে অবাধে প্রবেশ ও অবৈধ অস্ত্রের ম্যাগজিন লোড করতে গিয়ে অসাবধানবশত নিজের গুলিতে নিজেই নিহত হয় লিটু। উল্লেখ্য, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিয়ানীবাজার সরকারী কলেজের শ্রেণীকক্ষে নিজ গ্রুপের নেতাকর্মীদের পাশেই আকস্মিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন উপজেলা ছাত্রলীগের পাভেল গ্রুপের কর্মী, পৌর শহরের খাসা প-িতপাড়ার খলিলুর রহমানের একমাত্র ছেলে খালেদ আহমদ লিটু (২৬)।
×