ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যৌতুকের বলি দুই গৃহবধূ

প্রকাশিত: ০৭:০০, ১৯ জুলাই ২০১৭

যৌতুকের বলি দুই গৃহবধূ

জনকণ্ঠ ডেস্ক ॥ নারায়ণগঞ্জ ও কুড়িগ্রামে যৌতুকের জন্য দুই গৃহবধূ খুন হয়েছেন। সৈয়দপুরে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁ উপজেলায় রুমা আক্তার (২৬) নামে এক গৃহবূধকে যৌতুকের জন্য হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও গ্রামে। খবর পেয়ে পুলিশ দুপুরে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য নারায়ণগঞ্জের ১০০ বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী হানিফ মিয়া ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। জানা গেছে, উপজেলার সাদিপুর ভারগাঁও এলাকার ফজলুল হকের মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী এলাকার সিরাজুল ইসলামের ছেলে হানিফ মিয়ার ১০ বছর আগে বিয়ে হয়। তাদের ৭ বছর ও ৪ বছরের দুটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্বামী হানিফ মিয়া যৌতুকের জন্য গৃহবধূকে নানাভাবে অত্যাচার করে আসছিল। সোমবার রাতে যৌতুকের টাকার জন্য গৃহবধূর সঙ্গে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। পরে গৃহবধূ রুমা আক্তারকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। সকালে গৃহবধূর লাশ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা প্রথমে নিহতের আত্মীয়স্বজনকে জানালে তারা ঘটনাটি পুলিশকে অবহিত করে। কুড়িগ্রাম ॥ রৌমারীতে যৌতুকের জন্য শ্বাসরোধ করে মাজেদা খাতুন (৩০) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সামছুদ্দোহাকে আটক করেছেন পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে রৌমারী উপজেলার সীমান্ত ঘেঁষা ভুন্দুরচর এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সীমান্ত ঘেঁষা চরফুলবাড়ি গ্রামের মাজম আলীর মেয়ে মাজেদা খাতুনের (৩০) সঙ্গে পার্শ¦বর্তী গ্রামের বদিউজ্জামানের ছেলে সামছু দোহার বিয়ে হয়। তাদের ঘরে মাহবুব (৮) ও দোলেনা (৫) নামের দুটি সন্তানও রয়েছে। বিয়ের পর তাদের সংসারে অভাব-অনটন লেগে থাকে। স্বামী সামছুদ্দোহার যৌতুকের জন্য প্রায়ই শারীরিক নির্যাতন করে আসছিল। ঘটনার দিন প্রতিবাদের একপর্যায়ে স্বামী তাকে শ্বাসরোধ করে হত্যা করে। নীলফামারী ॥ অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ওই বৃদ্ধের মরদেহ পাওয়া যায় সৈয়দপুর রেলস্টেশনের বহিরাগমন প্লাটফরমের সিড়ির পার্শ্বে। সৈয়দপুর রেলস্টেশন এলাকার অনেকে জানায় ওই অজ্ঞাত বৃদ্ধকে নিয়ে এক নারীসহ বেশকিছু লোক বেশ কদিন ধরে স্টেশনে ভিক্ষা করত।
×