ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্নীতির অভিযোগে ভূমি কর্মকর্তা সাসপেন্ড

প্রকাশিত: ০৬:৪৮, ১৯ জুলাই ২০১৭

দুর্নীতির অভিযোগে ভূমি কর্মকর্তা সাসপেন্ড

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তালা উপজেলার সহকারী সেটেলমেন্ট অফিসার গাজী মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে তার কর্মস্থলে তালায় সহকারী সেটেলমেন্ট অফিসার হিসেবে মোঃ লিয়াকত আলী যোগদান করেছেন। জোনাল সেটেলমেন্ট অফিসার খুলনা স্বাক্ষরিত এক পত্রে সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ১৯৮৫ এর বিধি ১১(১) অনুযায়ী সরকারী চাকরি হতে গাজী মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করার বিষয়ে একটি আদেশ সোমবার তালায় পৌঁছে। তার স্থলে লিয়াকত আলীকে দ্রুত যোগদানের কথাও ওই আদেশে বলা হয়। স্থানীয়রা অভিযোগ করে বলেন, গাজী মনিরুজ্জামান তালায় যোগদানের পর থেকে বেপরোয়া ঘুষ বাণিজ্যে জড়িয়ে পড়েন। টাকার বিনিময়ে জমির রায় দেন তিনি। এ নিয়ে তার বিরুদ্ধে সোচ্চার ছিলেন এলাকাবাসী। অভিযোগও দেন সরকারের বিভিন্ন দফতরে। তিনি বরখাস্ত হওয়ায় তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তার সাসপেন্ডের খবরে এলাকার সাধরণ মানুষ মিষ্টি বিতরণ করেছে।
×