ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরকীয়ায় বাধা দেয়ায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬:৪৭, ১৯ জুলাই ২০১৭

পরকীয়ায় বাধা দেয়ায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় ওমানপ্রবাসী স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বিল্বগ্রাম এলাকার। ওই গ্রামের মৃত হামিদ সরদারের ছেলে আবুল কালাম সরদার জানান, কর্মের সুবাধে তিনি দীর্ঘদিন থেকে ওমানে থাকেন। তার বৃদ্ধ মা ও এক সন্তানের জননী স্ত্রী মুন্নি আক্তার (২১) বাড়িতে বসবাস করেন। সম্প্রতি তিনি (কালাম) ছুটিতে গ্রামের বাড়িতে আসার পর স্ত্রীর পরকীয়ার বিষয়টি ধরা পড়ে। এনিয়ে তাদের দাম্পত্য কলহ শুরু হওয়ার পর কালাম গৌরনদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি নিয়ে সম্প্রতি কালামের বাড়িতে তার শ্বশুর একই উপজেলার বছার গ্রামের সুরাত আলী ফকির ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে গ্রাম্য সালিশে স্বামী-স্ত্রীর কলহের বিরোধ মীমাংসা করা হয়। পরবর্তীতে মুন্নী বেগম বেড়ানোর কথা বলে তার বাবার বাড়িতে গিয়ে গত ৯ জুলাই স্বামী আবুল কালাম সরদার ও তার পরিবারের সদস্যদের আসামি করে বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি যৌতুক মামলা দায়ের করেন। আদালতের বিচারক ওই মামলায় আগামী ৩ আগস্ট সমন জারি করেছে।
×