ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকারী খাল ও ব্রিজ দখল কওে দোকান নির্মাণ

প্রকাশিত: ০৬:৪৬, ১৯ জুলাই ২০১৭

সরকারী খাল ও ব্রিজ দখল কওে দোকান নির্মাণ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সরকারী খাল ও ব্রিজ দখল করে স্থানীয় প্রভাবশালী কর্তৃক পাকা ইমারত নির্মাণ করা হচ্ছে। ঘটনাটি উজিরপুর উপজেলার বড়াকোঠা এলাকায়। জানা গেছে, বড়াকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খোকন হাওলাদার ক্ষমতার দাপটে জোরপূর্বক ধামুড়া-চৌধুরীরহাটের শেরে বাংলা বাজার সংলগ্ন সরকারী খাল ও ব্রিজের একাংশ দখল করে পাকা দোকানঘর নির্মাণ করছেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাজার কমিটির একাধিক সদস্যরা জানান, সরকারী খাল ও ব্রিজ দখলের ব্যাপারে তারা একাধিকবার বাধা প্রদান করলেও ক্ষমতার প্রভাব খাটিয়ে নির্মাণ কাজ অব্যাহত রাখা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে বাজার কমিটির সভাপতি সুলতান আহম্মেদ জানান, ক্ষমতার জোরে বাধা উপেক্ষা করে খোকন হাওলাদার অবৈধভাবে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযুক্ত খোকন হাওলাদার জানান, ওই জমি তার ক্রয়কৃত। তবে কার কাছ থেকে তিনি ক্রয় করেছেন এ প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি।
×