ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তদন্তেই সীমাবদ্ধ

নয়দিনেও উদ্ধার হয়নি নবজাতক

প্রকাশিত: ০৬:৪৫, ১৯ জুলাই ২০১৭

নয়দিনেও উদ্ধার হয়নি নবজাতক

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক ৯ দিনেও উদ্ধার হয়নি। শুধু তদন্তেই সীমাবদ্ধ রয়েছে উদ্ধার প্রক্রিয়া। ছেলেটিকে ফিরে না পেয়ে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছেন মা রূপালী বেগম। নিজের জীবনের বিনিময়ে হলেও সদ্যোজাত সন্তানটি ফিরে পেতে বার বার আল্লাহকে ডাকছেন।গত ৮ জুলাই মধ্যরাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সন্তান জন্ম দিয়েছিলেন সদর উপজেলার রূপদিয়ার সাইফুল ইসলামের স্ত্রী রূপালী বেগম। আর রাত শেষ হতে না হতেই রূপালীর কোল খালি হয়ে যায়। ৯ জুলাই সকালে হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে শিশুটি চুরি হয়ে যায়। এরপর পুলিশ হাসপাতাল থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে চুরির ঘটনায় অভিযানে নামে। সন্দেহভাজন হিসেবে হাসপাতালে ঘোরাঘুরি করা শহরের মোল্লাপাড়া এলাকার সাখাওয়াত হোসেনের স্ত্রী মমতাজ পারভীনকে আটক করে। পরে তাকে রিমান্ডেও নেয়। কিন্তু কোন তথ্য পাননি। আটক মমতাজ দাবি করেন, তার স্বামী অসুস্থ থাকায় তিনি হাসপাতালে এসেছিলেন। শিশুটির মা ও দাদি কান্নাকাটি করছিল দেখে তিনি বাইরে খোঁজাখুঁজির পরামর্শ দেন। তিনি আর কিছুই জানেন না। ‘ছেলেটিকে ভাল করে কোলেও নিতে পারেনি। মধ্যরাতে ওর জন্ম হয়, আর সকালেই চুরি হয়ে গেল’। বলতে বলতে হাউ-মাও করে কেঁদে ফেলেন চুরি হওয়া সেই নবজাতকের মা রূপালী বেগম। পুলিশ জানান, শিশুটি উদ্ধারে সব ধরনের চেষ্টা করছি। সিসিটিভির ফুটেজ দেখেছি। কিন্তু যেখান থেকে শিশুটি চুরি হয়েছে সেখানে ক্যামেরা ছিল না। তাই কে চুরি করেছে সেটা দেখা যাচ্ছে না। অপরদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ সিনিয়র কনসালটেন্ট আবদুর রহিম মোড়লকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের দেয়া তদন্ত প্রতিবেদনে হাসপাতালের কারও গাফিলতির প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন, তত্ত্বাবধায়ক ডাঃ একেএম কামরুল ইসলাম বেনু। এভাবে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ তাদের দায়িত্ব ‘শেষ’ করলেও শাড়ির আঁচলে বার বার চোখ মোছা রূপালী বেগমের আহাজারি থামছেই না। তাকে সান্ত¡না দিতে গিয়ে বার বার হেরে যাচ্ছেন তার স্বামী সাইফুল ইসলামও। সাইফুল ইসলাম বলেন, ‘সন্তান হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন। এ কঠিনের মধ্যেই আমরা আমাদের মতো খোঁজার চেষ্টা করছি। বার বার পুলিশের দ্বারস্থ হচ্ছি। কিন্তু কোন সন্ধান পাচ্ছি না।
×