ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভিজিএফের গম আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: ০৬:৪৪, ১৯ জুলাই ২০১৭

ভিজিএফের গম আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রাজিবপুর উপজেলার রাজিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আলম বাদল, ইউপি সদস্য মোঃ বাবু মিয়া এবং গ্রাম পুলিশ (দফাদার) আব্দুর বারীর বিরুদ্ধে ১০ লাখ ৮৫ হাজার ৪৯০ টাকার ভিজিএফের গম আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলার প্রেক্ষিতে রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগের সত্যতা সম্পর্কে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে রাজিবপুর ইউনিয়নে ৬ হাজার ৮৫০টি ভিজিএফ কার্ডের বিপরীতে প্রতি কার্ডে ১৩ কেজি ৩০০ গ্রাম করে গম বরাদ্দ দেয়া হয়। ৩ হাজার ৮৫০ জনকে গত ২৩ জুন ৮ কেজি করে গম বিতরণ করা হয়েছে মর্মে উল্লেখ করা হয়েছে। ৩ হাজার ৮৫০ জনের প্রতি কার্ডে ৫ কেজি ৩০০ গ্রাম এবং ৩ হাজার কার্ডের পুরো গম (৬০৩০৫ কেজি) প্রতি কেজি ১৮ টাকা দরে বিক্রি করে ১০ লাখ ৮৫ হাজার ৪৯০ টাকা আত্মসাত করা হয়েছে বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে। এছাড়াও এ অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সাত্তার জিহাদী নামে এক সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করে ক্যামেরা ছিনতাই করা হয়েছে বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে রাজিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আলম বাদলের সঙ্গে কথা হলে তিনি আব্দুস সাত্তার জিহাদীকে লাঞ্ছিত করার সত্যতা অস্বীকার করেন।
×