ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মঈন আলি

প্রকাশিত: ০৬:৩০, ১৯ জুলাই ২০১৭

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মঈন আলি

স্পোর্টস রিপোর্টার ॥ লর্ডস টেস্টে ব্যাটে-বলে অসাধারণ পারফর্মেন্সের পুরস্কার পেলেন মঈন আলি। আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে স্বদেশী বেন স্টোকসকে পেছনে ফেলে প্রথমবারের মতো চার নম্বরে উঠে এসেছেন ইংলিশ অফস্পিনিং-অলরাউন্ডার। রবিবার শেষ হওয়া লর্ডস টেস্টে প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট, ম্যাচে ১১২ রানে ১০ উইকেট নেন মঈন। প্রথম ইনিংসে ব্যাট হাতে খেলেন ৮৭ রানের দারুণ ইনিংস। মঈন মাত্র ষষ্ঠ ইংলিশ ক্রিকেটার হিসেবে একই টেস্টে কমপক্ষে ফিফটি ও ১০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন। এছাড়া পঞ্চম দ্রুততম ক্রিকেটার হিসেবে টেস্টে ২ হাজার রান ও ১০০ উইকেটের ডাবল ছুঁয়েছেন। টেস্ট ব্যাটসম্যান, বোলার, অলরাউন্ডারÑ তিন বিভাগের র‌্যাঙ্কিংয়েই ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন মঈন। তিনি এখন টেস্টে বিশ্বের চতুর্থ সেরা অলরাউন্ডার। উন্নতি হয়েছে দুই ধাপ। এক ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছেন স্টোকস। যথারীতি শীর্ষে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান, দুইয়ে ভারতের রবীন্দ্র জাদেজা, তিনে রবিচন্দ্রন অশ্বিন। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ২১তম স্থানে উঠে এসেছেন মঈন। এক ধাপ এগিয়ে দুইয়ে উঠেছেন টেস্ট নেতৃত্বের অভিষেকে লর্ডসে প্রথম ইনিংসে ১৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলা ইংলিশ অধিনায়ক জো রুট। তিনে নেমে গেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। রুট লর্ডস টেস্ট শুরু করেছিলেন উইলিয়ামসনের চেয়ে ৩২ পয়েন্ট পিছিয়ে থেকে। আর এখন এগিয়ে আছেন ৮ পয়েন্ট। উইলিয়ামসনের ৮৮০ পয়েন্ট, রুটের ৮৮৮। ৯৪১ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ। বোলারদের র‌্যাঙ্কিংয়ে মঈন এগিয়েছেন ৯ ধাপ, আছেন ১৯তম স্থানে। শীর্ষ ৯টি স্থানে কোন পরিবর্তন হয়নি। শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। এক ধাপ এগিয়ে দশে উঠেছেন দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডার। এক ধাপ (১৩) উন্নতি হয়েছে দক্ষিণ আফ্রিকার আরেক পেসার মরনে মরকেলেরও।
×