ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আলো ছড়াতে চান নেইমার

প্রকাশিত: ০৬:২৯, ১৯ জুলাই ২০১৭

আলো ছড়াতে চান নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ সময়ের অন্যতম সেরা তারকা নেইমার। ব্রাজিলের এই সুপারস্টারের গত মৌসুমে বার্সিলোনার হয়ে খুব একটা ভাল সময় কাটেনি। আসছে নতুন মৌসুমে তাই নবোদ্যমে শুরুর প্রত্যাশায় আছেন সেলেসাও তারকা। এর মধ্যে আরেকটি ইঙ্গিতও দিয়ে রেখেছেন। ভবিষ্যতে নাকি বার্সিলোনা ছাড়তে পারেন নেইমার। নেইমারের মতে, আসছে ২০১৭-১৮ মৌসুম তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হতে যাচ্ছে। আর এজন্য পুরোপুরি প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। কোচ লুইস এনরিকের অধীনে গত মৌসুম ভাল কাটেনি বার্সিলোনার। শুধু কোপা ডেল’রে শিরোপা জিতেছে কাতালানরা। হতাশা মুছে নতুন কোচ আর্নেস্টো ভালভার্ডের অধীনে পুরনো রূপে ফিরতে মরিয়া বার্সা। শুধু তাই নয়, আগামী বছর মাঠে গড়াবে রাশিয়া বিশ্বকাপ। ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারের দুঃসহ স্মৃতি ভুলতে রাশিয়ায় দারুণ কিছুর স্বপ্ন দেখছে নেইমাররা। গত অক্টোবরে বার্সিলোনার সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করা নেইমার বলেন, আমি মনে করি এটা অনেক সাফল্যের ও অনেক আনন্দের একটা মৌসুম হবে। আমি তেমনটাই আশাকরি। আমি শুরুর জন্য প্রস্তুত হচ্ছি। এটা হবে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুমগুলোর একটি। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, আশাকরি এ সময় বিপুল সফলতা ও সুখ ধরা দিবে। আমি খুবই খুশি এবং রোমাঞ্চিত। এটা হবে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুম। আমি অনুশীলন শুরু করতেও প্রস্তুত হতে যাচ্ছি। নতুন মৌসুমে ভাল করার সঙ্কল্পের পাশাপাশি ভবিষ্যতে ক্যাম্প ন্যু ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা স্পানিশ ক্লাব এইবারেও যোগ দিতে পারেন বলে জানিয়েছেন নেইমার। ইউনাইটেড ও প্যারিস সেইন্ট জার্মেইনের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছিলেন নেইমার। এরপরও বার্সার সাথে চুক্তি নবায়ন করেছেন। ভবিষ্যতে কোথায় যেতে পারেন এমন এক প্রশ্নের জবাবে নেইমার বলেন, এখানেই (বার্সিলোনা) যে দীর্ঘ সময় কাটিয়ে দেব তার কোন নিশ্চয়তা নেই। আগামীতে কি ঘটবে তা কেউ বলতে পারে না। এই মুহূর্তে আমি খুবই খুশি এবং ভাল আছি। এখানে ভালভাবে মানিয়ে নিয়েছি। তবে যে কোন কিছুই ঘটতে পারে। ম্যানইউতে যাওয়ার ইচ্ছা আছে কিনা জানতে চাইলে ব্রাজিলিয়ান তারকা বলেন, হ্যাঁ, এইবারেও যেতে পারি। নেইমারের বিস্ময়কর উত্থানের শুরু ২০০৩ সাল থেকে। ওই বছর তিনি কিশোর প্রতিভা হিসেবে কিংবদন্তি পেলের সাবেক ক্লাব সান্তোসে যোগ দেন। পেশাদার ফুটবলের সঙ্গে তখন থেকেই পরিচিতি ব্রাজিলের বর্তমান স্বপ্নদ্রষ্টার। ফলস্বরূপ অল্প সময়ের মধ্যেই নেইমারের সংসারের অভাব বিতাড়িত হয়। মাত্র ১৭ বছর বয়সেই কাড়ি কাড়ি অর্থের মালিক বনে যায় নেইমারের পরিবার। এরপর প্রত্যাশিতভাবেই নাম লেখান সান্তোসের মূল দলে। ফলাফল কি হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ধারাবাহিক বিস্ফোরক পারফর্মেন্স প্রদর্শন করে নেইমার এখন বর্তমান বিশ্ব ফুটবলের সেরা তারকাদের একজন। সঙ্গত কারণেই অর্থের ঝনঝনানির সঙ্গে নিত্য বসবাস নেইমার ও তার পরিবারের। ২৫ বছর বয়সী এই প্রাণচাঞ্চল তরুণ ২০১৩ সালে নবম ফিফা কনফেডারেশন্স কাপে আরেকবার চেনান নিজের জাত। বিশ্বের বাঘা বাঘা ফুটবলারদের পেছনে ফেলে আসরের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন। নিজ দেশ ব্রাজিলকে ঐতিহাসিক হ্যাটট্রিক শিরোপা জয়ে কারিগরের ভূমিকা পালন করেন। এসব সম্ভব হয়েছে ব্যক্তিগত নৈপুণ্য, পায়ের কারুকাজ, মাঝ মাঠে গতির ঝড়, আচমকা আক্রমণে প্রতিপক্ষের রক্ষণকে গুঁড়িয়ে দেয়ার কারণে।
×