ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হিঙ্গিস-জেমির চমক

প্রকাশিত: ০৬:২৮, ১৯ জুলাই ২০১৭

হিঙ্গিস-জেমির চমক

উইম্বলডনের মিশ্র দ্বৈতের শিরোপা জিতলেন মার্টিনা হিঙ্গিস এবং জেমি মারে। শনিবার ফাইনালে তারা ৬-৪ এবং ৬-৪ গেমে পরাজিত করেন হেনরি কোন্টিনেন এবং হেথার ওয়াটসনকে। সেইসঙ্গে ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পেলেন সুইজারল্যান্ডের জীবন্ত কিংবদন্তি মার্টিনা হিঙ্গিস। তাদের লড়াইয়ের ঘণ্টাখানিক পরেই নতুন ইতিহাস গড়েন রজার ফেদেরার। ক্রোয়েশিয়ার মারিন চিলিচকে পরাজিত করে উইম্বলডনের রেকর্ড সর্বোচ্চ অষ্টম শিরোপা জয়ের স্বাদ পান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন হওয়ার পর হিঙ্গিস তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমাদের জন্য এটা মোটেই খারাপ কিছু নয়। আমি খুবই সন্তুষ্ট। এখানে শুরু থেকেই যেভাবে খেলেছি তাতে খুবই খুশি। ফাইনালের আগেই অবশ্য জানতাম যে, একজন ব্রিটিশ খেলোয়াড়ই চ্যাম্পিয়ন হতে যাচ্ছে আর শেষ পর্যন্ত আমরাই জিতলাম। এটা খুব আনন্দের বিষয়।’ এবারের উইম্বলডনে বুড়োরাই রাজত্ব করেছে। পুরুষ এককে চ্যাম্পিয়ন রজার ফেদেরার এখন উইম্বলডনের ইতিহাসে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড়। মহিলা এককে ফাইনাল খেলা ভেনাস উইলিয়ামসের বয়স ৩৭। গারবিন মুগুরুজাকে হারাতে পারলে আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তিও গড়তে পারতেন নতুন ইতিহাস। আর মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন হিঙ্গিসও বয়সে ছাড়িয়ে গেছেন ছত্রিশকে। মিশ্র দ্বৈতে এটা তার ক্যারিয়ারের ষষ্ঠ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট। মহিলাদের ডাবলসে জিতেছেন ১২টি গ্র্যান্ডসøাম। এছাড়া মহিলা এককেও পাঁচটি গ্র্যান্ডসøাম জয়ের রেকর্ড গড়েছিলেন তিনি। যার মধ্যে রয়েছে একটি উইম্বলডনের ট্রফিও। ১৯৯৭ সালে মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম এই টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন মার্টিনা হিঙ্গিস। এদিকে পুরুষ এককে বর্তমান টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা এ্যান্ডি মারের ভাই জেমি মারে ১০ বছর পর উইম্বলডনের মিশ্র দ্বৈতের শিরোপা জয়ের স্বাদ পেলেন। এক দশক আগে জেলেনা জাঙ্কোভিচের সঙ্গে জুটি বেঁধে শিরোপা উচ্ছ্বাসে ভেসেছিলেন। তবে ৩১ বছর বয়সী জেমি মারের গত বছরটাও দারুণ কেটেছে। অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেনের ডাবলস শিরোপা জয়ের স্বাদ পান তিনি।
×