ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বড় জয় গ্রিন ও ব্র্যাক ইউনিভার্সিটির

প্রকাশিত: ০৬:২৭, ১৯ জুলাই ২০১৭

 বড় জয় গ্রিন ও ব্র্যাক ইউনিভার্সিটির

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে মঙ্গলবার পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের চতুর্থদিনে জয় পেয়েছে আইইউবিএটি, সাউদার্ন ও সাউথ ইস্ট ইউনিভার্সিটি। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ইউল্যাব ইউনিভার্সিটি ১-১ গোলে ড্র করে নর্থ সাউথ ইউনিভার্সিটির সঙ্গে। ম্যাচসেরা খেলোয়াড় হন নর্থ সাউথের অনিক। দ্বিতীয় খেলায় সোনারগাঁও ইউনিভার্সিটি গোলশূন্য ড্র করে শেরে বাংলা কৃষি ইউনিভার্সিটির সঙ্গে। ম্যাচসেরা হন কৃষি বিশ্ববিদ্যালয়ের সাইফ। তৃতীয় ম্যাচে আইইউবিএটি ইউনিভার্সিটি ৫-০ গোলের বড় জয় পায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিপক্ষে। ম্যাচসেরা হন জয়ী দলের শামিম। এদিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে সাউদার্ন ইউনিভার্সিটি ৫-১ গোলে হারায় বাংলাদেশ টেক্সটাইলস ইউনিভার্সিটিকে। ম্যাচসেরা হন জয়ী দলের নুরুল আফসার। দিনের শেষ খেলায় সাউথ ইস্ট ইউনিভার্সিটির কাছে ৩-১ গোলে হারে আহসানউল্লাহ ইউনিভার্সিটি। সেরা খেলোয়াড় নির্বাচিত হন জয়ী দলের মুনসুর হিল্লাজ। ২০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট চলবে ৩০ জুলাই পর্যন্ত। আর্সেনালেই থাকছেন সানচেজ স্পোর্টস রিপোর্টার ॥ এ্যালেক্সিস সানচেজের আর্সেনাল ছাড়া নিয়ে গুঞ্জন চলছিল। জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখ চিলিয়ান তারকাকে দলে নিতে প্রস্তুতও ছিল। কিন্তু সেটা আর হচ্ছে না। সানচেজকে দলে ভেড়ানোর আশা বাভারিয়ানরা ছেড়ে দিয়েছে বলে নিশ্চিত করেছেন ক্লাবটির প্রধান কার্ল হেইঞ্জ রুমেনিগে। আর আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারও জানিয়েছেন, সানচেজ কোথাও যাচ্ছেন না, থাকছেন গানার্স শিবিরেই। বেয়ার্ন কোচ কার্লো আনচেলোত্তির আগ্রহে গত সপ্তাহে রিয়াল মাদ্রিদ থেকে কলম্বিয়ান তারকা জেমস রড্রিগুয়েজকে দলভুক্ত করেছেন বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। এ কারণেই বেয়ার্ন চিলির তারকা সানচেজকে আর নেবে না বলে নিশ্চিত করেছে। এ বিষয়ে রুমেনিগে বলেন, আমরা এখন আর এই বিডের সাথে জড়িত নই। আমরা কোচের সঙ্গে একমত হয়েছি যে আক্রমণভাগে আর নতুন খেলোয়াড় নেব না। রড্রিগুয়েজকে নেয়ার পর নতুন করে কাউকে নেয়ার কোন অর্থ নেই।
×