ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লুকাকুর গোলে ম্যানইউর জয়

প্রকাশিত: ০৬:২৬, ১৯ জুলাই ২০১৭

লুকাকুর গোলে ম্যানইউর জয়

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইংলিশ পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেড। বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের উটায় অনুষ্ঠিত ম্যাচে রিয়াল সল্ট লেককে ২-১ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। পিছিয়ে পড়ার পর নতুন তারকা রোমেলু লুকাকুর লক্ষ্যভেদে জয় পেয়েছে ১০ জনের ম্যানইউ। এর ফলে ম্যানইউর জার্সি গায়ে ক্যারিয়ারের প্রথম গোল পেলেন বেলজিক তারকা। গত সপ্তাহে এভারটন থেকে রেকর্ড ৭৫ মিলিয়ন পাউন্ডে ইউনাইটেডে যোগ দেন লুকাকু। সফরের প্রথম ম্যাচে এল এ গ্যালাক্সির বিরুদ্ধে ৫-২ গোলের জয়ের ম্যাচটিতে বিরতির পর লুকাকু মাঠে নামলেও এই ম্যাচে কোচ জোশে মরিনহো তাকে সেরা একাদশে রাখেন। আর তার প্রতিদানও দেন তিনি। ম্যাচের ৩৮ মিনিটে হেনরিক মাখিটারিয়ানের ক্রস থেকে ইউনাইটেডের জয় নিশ্চিত করেন লুকাকু। এর আগে লুইস সিলভার গোলে ২৩ মিনিটে এগিয়ে যায় স্বাগতিক সল্ট লেক। তবে ছয় মিনিট পরে ইউনাইটেডের পক্ষে সমতা ফেরান মাখিটারিয়ান। এই গোলেও ২৪ বছর বয়সী লুকাকু অবদান রাখেন। সল্ট লেকের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে লুকাকু ও জেসে লিনগার্ডের সহায়তায় মাখিটারিয়ান ইউনাইটেডের পক্ষে সমতা ফেরান। লস এ্যাঞ্জেলসের অনুশীলন ক্যাম্প থেকে সোমবার সকালে ইউটাহতে পৌঁছায় মরিনহোর দল। সন্ধ্যায় মাঠে নামতে হওয়ায় খেলোয়াড়দের মধ্যে পরিশ্রান্ত ভাব লক্ষ্য করা গেছে। উজ্জীবিত সল্ট লেকের বিপরীতে ইউনাইটেডকে প্রথমার্ধে খুব একটা আগ্রাসী মনে হয়নি। আক্রমণভাগে লুইস সিলভা, হোয়া প্লাটা ও জেফারসন সাভারিনো মিলে বেশিরভাগ সময় ইউনাইটেডের রক্ষণভাগকে ব্যস্ত রাখেন। এর ফলও আসে ২৩ মিনিটে। সাভারিনোর সহায়তায় সিলভা গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। তবে এক গোলে পিছিয়ে পড়ে সম্বিত ফিরে আসে অতিথিদের। ২৯ মিনিটে মাখিটারিয়ান ইউনাইটেডের পক্ষে সমতা ফেরান। সল্ট লেকের কোচ মাইক পিটকে আজ মেজর লীগ সকারে পোর্টল্যান্ডের বিরুদ্ধে ম্যাচকে সামনে রেখে ৩০ মিনিটেই পুরো মূল একাদশ পরিবর্তন করে ফেলেন। এই সুযোগে লুকাকু ইউনাইটেডকে এগিয়ে দেন। মরিনহোও দ্বিতীয়ার্ধে মূল একাদশ পরিবর্তন করে আক্রমণভাগে মার্কোস রাশফোর্ড ও এ্যান্থনী মার্শালকে মাঠে নামান। ঘটনাবহুল ম্যাচে খেলার ৬৮ মিনিটে লালকার্ড দেখেন ম্যানইউ ডিফেন্ডার এ্যান্টোনিও ভ্যালেন্সিয়া। এরপর বেশ ধুকতে হয়েছে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটিকে। প্রাক-মৌসুম প্রস্তুতিতে টানা দুটি জয়ের পর ম্যানইউয়ের চোখ এখন আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে (আইসিসি)। আগামী রবিবার যুক্তরাষ্ট্রের সান্তা ক্লারাতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে রেড ডেভিলসরা। উত্তরা সেন্ট্রাল র‌্যাপিড দাবা স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এবং উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের আয়োজনে আগামী ২৮ জুলাই দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘উত্তরা সেন্টাল চেস ক্লাব ওপেন র‌্যাপিড রেটিং চেস চ্যাম্পিয়নশিপ। রেডিয়াস একাডেমি, বাড়ি # ০৯, রোড # ১৭, সেক্টর # ০৭, উত্তরা, ঢাকায় ৭ রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ সবার জন্য উন্মুক্ত। চ্যাম্পিয়ন-রানারআপ ট্রফিসহ বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার দেয়া হবে। সেই সঙ্গে সব অংশগ্রহণকারীর জন্য ফ্রি লাঞ্চের ব্যবস্থা থাকবে। টুর্নামেন্টের এন্ট্রি ফি : জিএম-আইএম ফ্রি, এফএম-সিএম ২০০ টাকা, অনুর্ধ-১৬/ মহিলা দাবাড়ু এবং উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব সদস্য ৩০০ টাকা, রেটেড দাবাড়ু ৪০০ টাকা এবং নন-রেটেড দাবাড়ু ৫০০ টাকা। আগ্রহী দাবাড়ুদের আগামী ২৬ জুলাইয়ের মধ্যে ০১৮১৭১০২৬৪৪ অথবা ০১৭১৬৬১৬৫১৬ নম্বরে (বিকাশ নম্বর) যোগাযোগ করে এন্ট্রি ফি জমা দিতে হবে।
×