ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহিলা ইউরোতে ইতালির হার, জার্মানির ড্র

প্রকাশিত: ০৬:২৫, ১৯ জুলাই ২০১৭

মহিলা ইউরোতে ইতালির হার, জার্মানির ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ মহিলা ইউরো ফুটবলে হেরেছে ইতালির মেয়েরা। আর ড্র করছে জার্মানির মেয়েরা। সোমবার ‘বি’ গ্রুপের ম্যাচে রাশিয়ার কাছে ২-১ গোলে হার মানে ইতালি। অন্য ম্যাচে সুইডেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে জার্মানি। এবারের প্রমীলা ইউরো টুর্নামেন্ট হচ্ছে হল্যান্ডে। রটারডামে ইতালির বিরুদ্ধে আধিপত্য বিস্তার করে খেলে জয় পায় রাশিয়া। ম্যাচের নবম মিনিটে ড্যানিলোভার গোলে এগিয়ে যায় রাশানরা। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোরোজোভা। প্রথমার্ধের বাকি সময় বলের দখল নিয়ে খেলে রুশ মেয়েরা। তবে আর কোন গোলের দেখা পায়নি। বিরতির পর ম্যাচে ফিরতে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইতালির মেয়েরা। তবে তাদের সব আক্রমণ থেমে যাচ্ছিল প্রতিপক্ষের রক্ষণভাগে। অবশেষে ম্যাচ শেষের দুই মিনিট আগে মাউরোর গোলে ব্যবধান কমায় ইতালি। ব্রেদায় জার্মানি-সুইডেন ম্যাচে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। শুরু থেকেই দু’দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। কিন্তু কোন দলই কাজের কাজ গোল পাচ্ছিল না। দু’দলই বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করে। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। ড্র দিয়ে মিশন শুরু করলেও খুশি সুইডেনের কোচ পিয়া সানডাগে। ম্যাচ শেষে তিনি বলেন, এই ফলাফলে আমি খুশি। জার্মানি ভাল দল। তাদের বিরুদ্ধে ড্র করাটা ভাল। তিনি আরও বলেন, আমরা সর্বোচ্চ সাফল্যের লক্ষ্যেই এসেছি। আশা করছি গ্রুপপর্ব উতরিয়ে সে লক্ষ্যে এগিয়ে যেতে পারব। অন্যদিকে ইতালিকে হারিয়ে খুশি রাশিয়া। দলটির গোলদাতা এলেনা মোরোজোভা ম্যাচ শেষে বলেন, আমরা জয়ের জন্যই খেলেছি। সেটা পাওয়ায় ভাল লাগছে। সবচেয়ে বড় কথা আমরা অনেক দূর যেতে চাই। এজন্য ভাল শুরুর বিকল্প নেই। আশা করছি আমরা নকআউট পর্বে যেতে পারব। এর আগে ‘এ’ গ্রুপের ম্যাচে শুভসূচনা করেছে স্বাগতিক হল্যান্ড। তারা ১-০ গোলে হারিয়েছে নরওয়েকে। আরেক ম্যাচে একই ব্যবধানে বেলজিয়ামকে হারিয়েছে ডেনমার্ক। ৬ আগস্ট পর্যন্ত টুর্নামেন্টটি চলবে। চার গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৬টি দল। হলান্ডের সাতটি ভেন্যুতে খেলাগুলো অনুষ্ঠিত হবে।
×