ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন নাম্বার ওয়ান পিসকোভা

প্রকাশিত: ০৬:২৪, ১৯ জুলাই ২০১৭

নতুন নাম্বার ওয়ান পিসকোভা

স্পোর্টস রিপোর্টার ॥ সেরেনা উইলিয়ামস কোর্টে নেই অস্ট্রেলিয়ান ওপেনের পর থেকেই। তারপর থেকেই মহিলা টেনিসে লেগেছে উত্থান-পতনের ঢেউ। মার্কিন কৃষ্ণকন্যার মতো আর কোন নারীই টেনিস কোর্টে ধারাবাহিকভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। আর সেজন্য সেরেনার সঙ্গে যারা পেরে ওঠেননি তাদের মধ্যেই চলছে শীর্ষস্থান দখলের লড়াই। জার্মানির এ্যাঞ্জেলিক কারবারের পর এবার নতুন বিশ্বসেরা পেয়েছে মহিলা টেনিস বিশ্ব। মর্যাদার গ্র্যান্ডসøাম উইম্বলডন শেষে কারবার ও রোমানিয়ার সিমোনা হ্যালেপকে টপকে শীর্ষে উঠেছেন চেক প্রজাতন্ত্রের তরুণী ক্যারোলিনা পিসকোভা। একধাপ করে অবনমন হয়েছে সিমোনা ও কারবারের। ১৯৭৫ সালে র‌্যাঙ্কিং প্রথা চালুর পর ২৩তম টেনিস খেলোয়াড় হিসেবে শীর্ষস্থানে উঠলেন পিসকোভা। এখন পর্যন্ত কোন মেজর টুর্নামেন্টের শিরোপা জিততে পারেননি পিসকোভা। ২৫ বছর বয়সী এ তরুণী অবশ্য নিয়মিতই ভাল খেলে যাচ্ছেন। ক্যারিয়ারে মাত্র ৯টি ডব্লিউটিএ শিরোপা জিততে পেরেছেন তিনি। এর পেছনে অবশ্য সেরেনার দোর্দ- প্রতাপটাই মূল কারণ। সারাবিশ্বের যত বড় টেনিস আসর সবখানেই প্রতিপক্ষদের ধরাছোঁয়ার বাইরে থেকে জিতে গেছেন এ মার্কিন কিংবদন্তি। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর থেকেই সেরেনা আর কোন টুর্নামেন্টে র‌্যাকেট হাতে নামেননি। প্রথম সন্তানের মা হতে চলেছেন তিনি। আর সে কারণেই বাকিদের জন্য সুযোগ হয়েছে সেরা অবস্থানে আসার। অবশ্য কারবার গত নবেম্বরেই সেরেনাকে টপকে শীর্ষে উঠেছিলেন। কিন্তু জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে আবার শীর্ষস্থান ছিনিয়ে নেন সেরেনা। তার অনুপস্থিতিতে আবারও কারবার শীর্ষে উঠে আসলেও সেটা ধরে রাখতে পারেননি টানা ব্যর্থতায়। না খেলেও সেরেনা আবার পুনরুদ্ধার করেন এক নম্বর র‌্যাঙ্কিং। কিন্তু দীর্ঘ অনুপস্থিতির জন্য ক্রমশ পিছিয়ে গেছেন তিনি। সোমবার সর্বশেষ ঘোষিত ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ে তাই ১৫ নম্বরে জায়গা হয়েছে সেরেনার। ছোট বোন কোর্টে অনুপস্থিত থাকলেও ৩৭ বছর বয়সে তার বড় বোন ভেনাস উইলিয়ামস দাপট দেখিয়ে চলেছেন। অস্ট্রেলিয়ান ওপেনে সেরেনার কাছে ফাইনালে হেরে গিয়েছিলেন। এবার চলতি বছরে দ্বিতীয়বারের মতো কোন গ্র্যান্ডসøামের ফাইনালে ওঠেন তিনি। কিন্তু আবার শিরোপা অধরাই থেকে গেল তার। এবার ভেনাস অল ইংল্যান্ড ক্লাবের ফাইনালে হেরে যান স্পেনের গারবিন মুগুরুজার কাছে। এরপরও ভেনাস এখন ৯ নম্বরে উঠে এসেছেন র‌্যাঙ্কিংয়ের। আর উইম্বলডন জয়ের পর নিজেকে পুরনো রূপে ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন মুগুরুজা। তিনি ৪৯৯০ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে এই মুহূর্তে। আর বিশ্বের দুই নম্বর সিমোনা উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে এবং বিশ্বসেরা কারবার চতুর্থ রাউন্ডে বিদায় নেন। যার ফলে পোয়াবারো হয়েছে পিসকোভার। তিনি দুইধাপ টপকে উঠে এসেছেন ১ নম্বরে। পিসকোভার পয়েন্ট এখন ৬৮৫৫। তবে দুইয়ে থাকা সিমোনার সঙ্গে পার্থক্য খুব একটা বেশি নেই। এ রোমান তারকার পয়েন্ট ৬৬৭০। কারবারও খুব কাছাকাছি আছেন ৫৯৭৫ পয়েন্ট নিয়ে। ব্রিটিশ তরুণী জোহানা কন্টা গড়পড়তা পারফর্মেন্স ধরে রেখে এখন ৪ নম্বরে ৫১১০ পয়েন্ট নিয়ে। ৬ নম্বরে ইউক্রেনের এলিনা সিতোলিনা, ৭ নম্বরে ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি, ৮ নম্বরে রাশিয়ার সভেতলনা কুজনেতসোভা ও ১০ নম্বরে পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদুয়ানস্কা। লাটভিয়ার বিস্ময় তরুণী জেলেনা ওস্টাপেঙ্কো ১২, ফ্রান্সের তরুণী ক্রিস্টিনা মাদেনোভিচ ১৩ এবং দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফেরা টেনিসের রোমান্টিক লেডি চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা ১৪ নম্বরে আছেন।
×