ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সায়েদাবাদে বাস চালক হত্যার অভিযোগ

প্রকাশিত: ০৬:০২, ১৯ জুলাই ২০১৭

সায়েদাবাদে বাস চালক হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সায়েদাবাদে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পরিবহন মালিকের বিরুদ্ধে বাসচালককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিপ্লবী সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ নুরুল ইসলাম নওয়াব, সাধারণ সম্পাদক মোঃ আলী রেজা সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চালক হত্যার প্রতিবাদ জানান। পাশাপাশি ঘটনার সঙ্গে যুক্ত পরিবহন মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছেন তারা। নেতৃবৃন্দ চালক হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেন, গত ১৬ জুলাই রাত ৮টার সময় ঢাকা-কোম্পানীগঞ্জ রোডের তিশা পরিবহনের চালক মোঃ রুহুল আমীন গাড়ি নিয়ে সায়েদাবাদ বাস টার্মিনালে আসে। এরপর গাড়ির মালিক মোঃ খোকনের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুহুল আমিনের বাগ্বিত-া হয়। একপর্যায়ে বাস মালিক তার সাঙ্গপাঙ্গদের নিয়ে রুহুল আমিনের ওপর হামলা চালায়। এরপর মারাত্মক আহত অবস্থায় তাকে রাজধানীর কোন হাসপাতালে না পাঠিয়ে কুমিল্লার দেবীদ্বার থানার মির্জানগর গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। তারবিহীন চার্জিং ল্যাপটপ ডেল দাবি করেছে যে, তারা বিশ্বের প্রথম তারবিহীন চার্জিং ল্যাপটপ বাজারে এনেছে। ‘ডেল ল্যাটিটিউড ৭২৮৫’ নামের এই ল্যাপটপটিতে রয়েছে তারবিহীন চার্জিং কিবোর্ড এবং চার্জিং ম্যাট। কোম্পানিটির দাবি অনুযায়ী ল্যাপটপটি ট্যাবলেট মোডে থাকা অবস্থায় ৬ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে এবং কিবোর্ড বেসে সংযুক্ত করা হলে তা ৯ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। -ওয়েবসাইট সূর্যে সৃষ্টি হয়েছে গর্ত সূর্যের মধ্যে তৈরি হয়েছে বিশাল এক গর্ত (সানস্পট), যা থেকে বিপজ্জনক সৌর অগ্নিতরঙ্গ পৃথিবীতে আসতে পারে। সূর্যে সৃষ্টি হওয়া ‘এআর২৬৬৫ নামক’ এই গর্তটি ৭৪ হাজার ৫৬০ মাইল প্রশস্ত, যা পৃথিবী থেকে দেখা যাওয়ার মতো পর্যাপ্ত বড়। গর্তটি ‘এম-ক্লাস’ সৌর অগ্নিতরঙ্গ তৈরির জন্য যথেষ্ট বড়, যা পৃথিবীতে রেডিও ব্ল্যাকআউটের কারণ হতে পারে, যোগাযোগ স্যাটেলাইটে প্রভাব ফেলতে পারে এবং বিকিরণ ঝড় তৈরি করতে পারে। -ডেইলি মেইল
×