ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চিকুনগুনিয়া শীঘ্রই নিয়ন্ত্রণে আসবে ॥ ডিএসসিসি মেয়র

প্রকাশিত: ০৬:০২, ১৯ জুলাই ২০১৭

চিকুনগুনিয়া শীঘ্রই নিয়ন্ত্রণে আসবে ॥ ডিএসসিসি মেয়র

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার নাগরিকরা খুব কম সময়ের মধ্যেই মশাবাহিত রোগ চিকুনগুনিয়া থেকে মুক্তি পাবেন বলে আশ্বাস দিয়েছেন সংস্থাটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। মঙ্গলবার পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালিতে অংশ নিয়ে এমন আশ্বাস দেন মেয়র। র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র বলেন, নগরবাসীর সংঘবদ্ধ প্রচেষ্টায় চিকুনগুনিয়া রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব। আপনারা সচেতন হলে আমাদের কাজ সহজ হবে। সাঈদ খোকন বলেন, আশা করি দুই-তিন সপ্তাহের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে। এজন্য প্রতিটি সংস্থার প্রত্যেককে ঐক্যবদ্ধ হতে হবে। সচেতনতা বাড়াতে হবে। মশা উৎপাদনের স্থানগুলো ধ্বংস করতে হবে। সবার চেষ্টায় দ্রুতই চিকুনগুনিয়ামুক্ত হবে এই ঢাকা। র‌্যালিতে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ শেখ সালাউদ্দীন, স্থানীয় জনপ্রতিনিধিসহ লক্ষ্মীবাজার ও আশপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গত ডিসেম্বর মাস থেকে চিকুনগুনিয়া ভয়াবহ আকারে ছড়িয়ে পড়লে মশক নিধন ও জনসচেতনা কার্যক্রম বৃদ্ধি করে সংস্থাটি। এরই মধ্যে এ রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীর সাপ্তাহিক ছুটি বাতিল করে সংস্থাটি। মঙ্গলবার থেকে সংস্থাটির পক্ষ হতে ৫৭টি ওয়ার্ডে এমন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানানো হয়। চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কামরাঙ্গীরচরে ভাইরাসজনিত জ¦র চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ৫৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ সাইদুল ইসলাম মাদবরের নেতৃত্বে একটি বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি আশ্রাফাবাদ মেইন রোড, মুসলিমবাগ, হাসলাই, বাগচান খাঁ পূর্ব-পশ্চিমাংশ, নুরবাগ, মাদবর বাজার, জঙ্গলবাড়ী, পাকাপুল, আহসানবাগ, মাদ্রাসাপাড়া, হুজুরপাড়াসহ ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে মাইকিং ও লিফলেট বিলি করা হয়। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ওয়ার্ড কমিশনার হাজী মোঃ সাইদুল ইসলাম মাদবর জনকণ্ঠকে জানান, আমার এলাকায় চিকুনগুনিয়ার তেমন প্রভাব নেই। সাধারণ ভাইরাস জ¦রকে মানুষ চিকুনগুনিয়া মনে করে আতঙ্কিত হয়ে পড়ে।
×