ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাজারে এসেছে আয়নাইজার প্রযুুক্তির এসি

প্রকাশিত: ০৫:৫৯, ১৯ জুলাই ২০১৭

বাজারে এসেছে আয়নাইজার প্রযুুক্তির এসি

উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিত্যনতুন প্রযুক্তিপণ্য উৎপাদনে নিয়মিত গবেষণা চালাচ্ছে ওয়ালটন। গ্রাহকের চাহিদার বিষয়টি মাথায় রেখে সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ ইলেক্ট্রনিক্স ও ইলেক্ট্রিক্যালপণ্য তৈরি করছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ওয়ালটন এয়ার কন্ডিশনারে নতুন সংযোজন- আয়নাইজার প্রযুক্তি। এটি ব্যবহারের ফলে রুমের বাতাস হবে ধুলা-ময়লা ও ব্যাকটেরিয়ামুক্ত। নিশ্চিত করবে স্বাস্থ্যকর শীতল বাতাস। আয়নাইজ এবং ইনভার্টার প্রযুক্তি সংযোজনের ফলে গত বছরের তুলনায় এবার ৫৭ শতাংশ বেশি এসি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ওয়ালটন। জানা গেছে, চলতি মাসেই বিশ্বের লেটেস্ট আয়নাইজার প্রযুক্তির এসি বাজারে ছেড়েছে ওয়ালটন। প্রথম ধাপে এ প্রযুক্তির দুই টনের এসি বাজারে ছাড়া হয়েছে, যার দাম ধরা হয়েছে ৫৬ হাজার ৯শ’ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার এসএমএসের মাধ্যমে দাম জানবেন চাষীরা ছোট চা-চাষীদের দাম জানাতে ভারতের পশ্চিমবঙ্গে প্রযুক্তির হাত ধরছে টি বোর্ড। শীঘ্রই ‘এসএমএস’ করে তাদের চা-পাতার ন্যূনতম দাম জানানো হবে। আসাম ও দক্ষিণ ভারতে আগেই চালু হয়েছে এই ব্যবস্থা। ক্ষুদ্র চা-চাষীদের কাছ থেকে বটলিফ কারখানা ও বড় বাগানগুলো পাতা কিনে চা তৈরি করে। প্রত্যেক মাসে সেই পাতার ন্যূনতম দাম কী হবে, তা আগের মাসের দামের ভিত্তিতে নির্দিষ্ট ‘ফর্মুলা’ মেনে টি বোর্ড অথবা ‘ডিস্ট্রিক্ট গ্রীন লিফ প্রাইস মনিটরিং কমিটি’ স্থির করে। সেই দর এখন পশ্চিমবঙ্গের চা কারখানাগুলোর পাশাপাশি জেলা প্রশাসন কিংবা ওই কমিটিকে আলাদাভাবে জানানো হয়। তাদের কাছ থেকে সেই খবর পান ক্ষুদ্র চাষীরা। কিন্তু অনেক সময়েই চাষীদের কাছে ন্যূনতম দামের খবর পৌঁছে না বলে অভিযোগ। ফলে অনেক সময়েই দালালদের খপ্পরে পড়ে কম দামে চা পাতা বিক্রি করতে হয় বাধ্য হন তারা। কিংবা দেরিতে খবর পাওয়ায় তাদের ব্যবসা মার খায়। -অর্থনৈতিক রিপোর্টার
×