ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দেড়শো কোটি টাকার পাইপ পড়ে আছে অব্যবহৃত অবস্থায়

প্রকাশিত: ০৫:৫৯, ১৯ জুলাই ২০১৭

দেড়শো কোটি টাকার পাইপ পড়ে আছে অব্যবহৃত অবস্থায়

অর্থনৈতিক রিপোর্টার ॥ খুলনা অঞ্চলে গ্যাস বিতরণ নেটওয়ার্ক স্থাপনে কেনা প্রায় দেড়শো কোটি টাকার পাইপ পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। ২০০৯ সালে একনেকে অনুমোদন পেলেও গত বছর এটি বন্ধ করে দেয় জ্বালানি মন্ত্রণালয়। কিন্তু চার বছর ধরে পাইপগুলো অব্যবহৃত পড়ে থাকায় জমির ভাড়া বাবদ সরকারকে প্রতিবছর গুণতে হচ্ছে প্রায় সাড়ে ছয় লাখ টাকা। সরেজমিনে দেখা যায়, ৪ বছর ধরে পাইপগুলো পড়ে আছে খোলা আকাশের নিচে। খুলনায় গ্যাস বিতরণ নেটওয়ার্ক স্থাপনের জন্য ১৪৭ কোটি টাকায় কেনা হয়েছিল এগুলো। জেলার আটরা এলাকায় পাইপগুলো পড়ে আছে ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে। ব্যবহার না হওয়ায় এগুলো নষ্ট হচ্ছে রোদ-বৃষ্টিতে ও মরিচা পড়ে। খুলনাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫টি শহরে পাইপ লাইনে গ্যাস সরবরাহের জন্য ২০০৯ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পায় একটি প্রকল্প। তবে, আবাসিকে গ্যাস সংযোগ দেয়ার পরিকল্পনা থেকে সরকার সরে আসায় ২০১৬ সালের ৩০ জুন প্রকল্পটি বন্ধ করে দেয় জ্বালানি মন্ত্রণালয়। আমদানি নিষিদ্ধ হচ্ছে তিন বছরের পুরনো মোটরসাইকেল অর্থনৈতিক রিপোর্টার ॥ পুরনো মোটরসাইকেল আমদানিতে সিসিসীমা বৃদ্ধি করে নতুন আদেশ জারি করা হয়েছে। নতুন নিয়মে তিন বছরের অধিক পুরনো এবং ১৬৫ সিসির ঊর্ধে সকল প্রকার মোটরসাইকেল আমদানি নিষিদ্ধ করা হয়েছে। এর আগের আদেশে ১৫৫ সিসির ঊর্ধে সব মোটরসাইকেল আমদানি নিষিদ্ধ ছিল। রাষ্ট্রপতির আদেশক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেলোয়ার হোসেনের সই করা প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে। যা ১০ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। আমদানি ও রফতানি আইন ১৯৬০-এর ৩ ধারার ১ উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে আমদানি নীতি আদেশ ২০১৫-১৮ সংশোধন করে ওই আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, তিন বছরের অধিক পুরনো এবং ১৬৫ সিসির ঊর্ধে সকল প্রকার মোটরসাইকেল আমদানি নিষিদ্ধ। তবে পুলিশ বিভাগের ক্ষেত্রে ১৬৫ সিসির ঊর্ধ্বসীমার এ বিধান প্রযোজ্য হবে না। একেএম সাহিদ রেজা মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি একেএম সাহিদ রেজা মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০৬তম সভায় এ সিদ্ধান্ত হয়। সাহিদ রেজা রফতানিমুখী পোশাকশিল্প ও বস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান রেজা গ্রুপের চেয়ারম্যান। এছাড়াও তিনি বীমা, আর্থিক সেবা, সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন ব্যবসা ও শিল্পের সঙ্গে সম্পৃক্ত। -বিজ্ঞপ্তি ব্যাংকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এ কে এম শাহিদ রেজা বলেছেন, ব্যাংকে সেবার মনোভাব নিয়ে, ব্যাংকের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। তাহলে ব্যাংকের গ্রাহকরা যেমন সেবা পাবে, অন্যদিকে ব্যাংকও আরও উন্নতি ও অগ্রসর হবে। তিনি ব্যাংকের সকল কর্মকর্তাদের নিরলসভাবে কাজ করে প্রতিটি শাখাকে লাভজনক করার আহ্বান জানান। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার দুপুরে এই প্রথম তিনি নওগাঁ শাখা পরিদর্শনকালে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে উপরোক্ত কথাগুলো বলেন।
×