ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রবৃদ্ধি বাড়াতে বিনিয়োগ দরকার ॥ গবর্নর

প্রকাশিত: ০৫:৫৮, ১৯ জুলাই ২০১৭

প্রবৃদ্ধি বাড়াতে বিনিয়োগ দরকার ॥ গবর্নর

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে জিডিপির ৮ শতাংশ প্রবৃদ্ধি দরকার। সেজন্য দেশী-বিদেশী বিনিয়োগ বাড়াতে হবে। আর বিনিয়োগ বাড়াতে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) সদস্যদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবির এসব কথা বলেন। বৈদেশিক মুদ্রানীতি ও বিনিয়োগবিষয়ক ওরিয়েন্টেশন কোর্সটির আয়োজন করে বাংলাদেশ ব্যাংক। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সুলতান আহাম্মদ। এছাড়া সভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর এসএম মনিরুজ্জামানসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) সভাপতি সাইফ ইসলাম দিলালসহ ফোরামের সদস্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে উল্লেখ করে গবর্নর আরও বলেন, বাংলাদেশ একটি বৃহৎ অর্থনীতির দেশের পথে। আমাদের অভ্যন্তরীণ উৎপাদন সক্ষমতা অনেক বেশি। আমাদের বিনিয়োগও ভাল। তবে এ বিনিয়োগ আরও বাড়ানোর লক্ষ্যে উপযুক্ত পরিবেশ নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের উদ্দেশ করে তিনি বলেন, অর্থনৈতিক রিপোর্টারদের আরও অনুসন্ধানী ও দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। প্রতিযোগিতার কারণে তাদের হাত দিয়ে যেন ভুল কোন তথ্য প্রকাশিত না হয়। ঠিক সংবাদ সবার প্রথমে দেয়ার জন্য প্রতিযোগিতা থাকা চাই। তবে কোন সত্য ঘটনা যেন চাপা পড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। টিভি রিপ্লেসমেন্ট গ্যারান্টির ঘোষণা ওয়ালটনের অর্থনৈতিক রিপোর্টার ॥ এবার টেলিভিশনে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির ঘোষণা দিল ওয়ালটন। চলতি জুলাই মাসের প্রথম দিন থেকে কার্যকর হয়েছে এ সিদ্ধান্ত। এখন থেকে টিভি কেনার পর এক বছরের মধ্যে প্যানেলে যে কোন সমস্যা হলে গ্রাহকদের দেয়া হবে নতুন টিভি। ওয়ালটন টিভির উচ্চগুণগতমান নিশ্চিতকরণ এবং গ্রাহকদের অধিকতর সেবার ক্ষেত্রে শতভাগ আত্মবিশ্বাসী বলেই ওয়ালটন এ ঘোষণা দিল। সম্প্রতি রাজধানীর মতিঝিলে ওয়ালটন মিডিয়া অফিসের সম্মেলনকক্ষে আয়োজিত এক ডিক্লারেশন প্রোগ্রামে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। ডিক্লারেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেনÑ ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা, পলিসি ও এইচআরএম বিভাগের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, টিভি গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ফরহাদ হাসান মামনুন প্রমুখ।
×