ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিশ্রুতি কমেছে ৮ শতাংশ, অর্থছাড় ৫ শতাংশ

বৈদেশিক সহায়তা প্রতিশ্রুতি ও অর্থছাড় দুটিই কমেছে

প্রকাশিত: ০৫:৫৮, ১৯ জুলাই ২০১৭

বৈদেশিক সহায়তা প্রতিশ্রুতি ও অর্থছাড় দুটিই কমেছে

স্টাফ রিপোর্টার ॥ সদ্যসমাপ্ত অর্থবছরে (২০১৬-১৭) বৈদেশিক সহায়তা প্রতিশ্রুতি ও অর্থছাড় দুটিই কমেছে। এ সময়ে বৈদেশিক সহায়তা প্রতিশ্রুতি আগের অর্থবছরের (২০১৫-১৬) তুলনায় কমেছে প্রায় ৮ শতাংশ (প্রায় ৫৫ কোটি ডলার)। একই সময়ে অর্থছাড়ের পরিমাণ কমেছে প্রায় ৫ শতাংশ (প্রায় ১৭ কোটি ডলার)। মঙ্গলবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এ তথ্য জানা গেছে। বিদেশী সহায়তাপুষ্ট প্রকল্পগুলোর বাস্তবায়ন আশানুরূপ না হওয়ায় অর্থছাড় কম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, গত অর্থবছরের শুরুতে হলি আর্টিজানে হামলা হয়। এর জের সারাবছরই টানতে হয়েছে। ওই ঘটনার প্রভাবে বৈদেশিক সহায়তায় বাস্তবায়নাধীন অনেক প্রকল্প থেকে বিদেশীরা চলে যাওয়ায় সেগুলোর প্রত্যাশিত বাস্তবায়ন হয়নি। তবে বিদেশীরা আবার ফিরে এসেছেন। তাই চলতি অর্থবছরে বিদেশী প্রকল্পগুলোর বাস্তবায়ন বাড়বে। বৈদেশিক সহায়তা নিয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে মোট বৈদেশিক প্রতিশ্রুতি এসেছে ৬৫০ কোটি ৪ লাখ ডলার। এর আগের অর্থবছরে (২০১৫-১৬) মোট প্রতিশ্রুতি এসেছিল ৭০৪ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ সমাপ্ত অর্থবছরে বৈদেশিক প্রতিশ্রুতির পরিমাণ কমে দাঁড়িয়েছে ৫৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের প্রতিশ্রুত অর্থের মধ্যে ঋণের পরিমাণ ৬১৩ কোটি ৬৯ লাখ ডলার এবং অনুদান ৩৬ কোটি ৩৫ লাখ ডলার। ২০১৫-১৬ অর্থবছরে উন্নয়ন সহযোগীদের পক্ষ থেকে ৫৪ কোটি ৪৯ লাখ ডলারের অনুদান এবং ৬৫০ কোটি ৩১ লাখ ডলার ঋণের প্রতিশ্রুতি ছিল। এদিকে গত অর্থবছরে ৩৩ কোটি ১৬ লাখ ডলার অনুদান এবং ৩০৬ কোটি ৪৪ লাখ ডলার বৈদেশিক সহায়তা ছাড় হয়েছে। আগের অর্থবছরের তুলনায় যা ১৬ কোটি ৭৪ লাখ ডলার কম। ২০১৫-১৬ অর্থবছরে ৫৩ কোটি ডলার অনুদান এবং ৩০৩ কোটি ৩৫ লাখ ডলার ঋণ ছাড় হয়েছিল। গত অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) বাস্তবায়ন শতাংশের হিসাবে গত আট বছরের মধ্যে সবচেয়ে কম হয়েছে। যদিও অর্থ ব্যয়ের হিসাবে এবারের এডিপিতেই প্রথমবারের মতো লাখ কোটি টাকার বেশি খরচ হয়েছে। উল্লেখ্য, গত কয়েক বছরের বৈদেশিক সহায়তা ছাড় ধারাবাহিকভাবে বেড়েছে। বর্তমান সরকারের দুই মেয়াদে গত সাত অর্থবছরে বিদেশী সহায়তার অর্থছাড় প্রায় দ্বিগুণ হয়েছে। ২০১০-১১ অর্থবছরে সহায়তা হিসেবে ১৭৭ কোটি ডলার ছাড় হয়েছিল। ২০১৫-১৬ অর্থবছরে ঋণ ও অনুদান মিলে প্রায় ৩৫৬ কোটি ডলার ছাড় হয়, যা দেশের একক অর্থবছরের ইতিহাসে সর্বোচ্চ ছাড়ের রেকর্ড।
×