ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শেয়ার বেচবেন ইউনিয়ন ক্যাপিটাল উদ্যোক্তা

প্রকাশিত: ০৫:৫৭, ১৯ জুলাই ২০১৭

শেয়ার বেচবেন ইউনিয়ন ক্যাপিটাল উদ্যোক্তা

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের উদ্যোক্তা ইঞ্জিনিয়ার এম আবু তাহের শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানির অন্যতম এই উদ্যোক্তার কাছে থাকা মোট ৫ লাখ ৭৭ হাজার, ৩১১টি শেয়ার রয়েছে। এর মধ্যে ৫৫ হাজার শেয়ার বিক্রি করবেন তিনি। এই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবেন। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৪৫ দশমিক ৯৫ শতাংশ শেয়ার হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ২৭ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক ১৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৭ দশমিক ৬১ শতাংশ শেয়ার রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার গ্লোবাল ইন্স্যুরেন্সের ইপিএস প্রকাশ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের (জানুয়ারি-জুন,১৭) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগের বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ৬১ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×