ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডব্লিউইসির এ্যাওয়ার্ডের জন্য মনোনীত হলেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৫:৫০, ১৯ জুলাই ২০১৭

ডব্লিউইসির এ্যাওয়ার্ডের জন্য মনোনীত হলেন শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল এ্যাওয়ার্ড ২০১৭-এর জন্য মনোনীত হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ্যাওয়ার্ড দেয়া হচ্ছে। আগামী ২৩-২৪ নবেম্বর ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য ষষ্ঠ ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস সম্মেলনে তাকে এ পুরস্কার দেয়া হবে। শিক্ষাক্ষেত্রে নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তিগত ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার পাচ্ছেন। এর আগেও ২০১২ সালেও এর পদক পেয়েছিলেন শিক্ষামন্ত্রী। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবারের এ্যাওয়ার্ডের জন্য মনোনয়নের তথ্য জানিয়ে বলা হয়েছে, ডব্লিউইসির এ্যাওয়ার্ড এ্যান্ড একাডেমিক কমিটির চেয়ারম্যান এ্যাডওয়ার্ড স্মিথ এক চিঠিতে শিক্ষামন্ত্রীকে বিষয়টি জানান। বিপুল সংখ্যক মানুষের জীবন পরিবর্তনে ভূমিকা রাখা এবং সামাজিক মূল্যবোধ পরিবর্তনে অবদান রাখতে সক্ষম ব্যক্তিদের এই এ্যাওয়ার্ড দেয়া হয়। ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসের জুরি ও কাউন্সিল অব বোর্ড মেম্বার্স আগামী ২৩ নবেম্বর শিক্ষামন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেবেন। এ্যাওয়ার্ড হিসেবে একটি ট্রফি ও সাইটেশন দেয়া হবে।
×