ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিগ্রী পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ১২ শিক্ষার্থী আটক

প্রকাশিত: ০৫:৪৯, ১৯ জুলাই ২০১৭

ডিগ্রী পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ১২ শিক্ষার্থী আটক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর মোহনপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রী (পাস) পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে রাজশাহী বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন সরকারী কলেজের ১২ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলার মোহনপুর ডিগ্রী কলেজ কেন্দ্র থেকে এসব ভুয়া পরীক্ষার্থীদের আটক করা হয়। তারা ইংরেজী বিষয়ে কেশরহাট ডিগ্রী কলেজের শিক্ষার্থী সেজে পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকরা জানান, মঙ্গলবার বিকেলে ইংরেজী পরীক্ষা চলার সময় উপস্থিতির স্বাক্ষর নেয়ার সময় তাদের পিতার নাম ও স্বাক্ষরের সঙ্গে অমিল পাওয়া যায়। এতে তাদের সন্দেহ হলে চ্যালেঞ্জ করা হয়। তবে এসব ভুয়া পরীক্ষার্থীরা কোন সদুত্তর দিতে পারেনি। পরে তাদের পুলিশে হাতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সাব্বির হোসেন, মোস্তাফিজুর রহমান, মিঠু রহমান, আমিনুল ইসলাম, আরিফুল ইসলাম, সাইদুল ইসলাম, আব্দুস সালাম, মোতালেব হোসেন, জানাতুল ফেরদৈাস, আল-আমিন, রুবেল আলী, এমরান আলী ও কাওসার হোসেন। এরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ ও রাজশাহী নিউ ডিগ্রী কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। পরীক্ষা কেন্দ্রের সচিব ও মোহনপুর ডিগ্রী কলেজের উপধাক্ষ্য মকবুল হোসেন জানান, তারা অন্যের হয়ে প্রক্সি পরীক্ষা দিচ্ছিল। তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
×