ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চিকুনগুনিয়া ঠেকাতে

প্রকাশিত: ০৫:৪২, ১৯ জুলাই ২০১৭

চিকুনগুনিয়া ঠেকাতে

জিকা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভাইরাস বহন করে এডিস ইজিপ্টিক মশা। তাই এডিস মশার উৎপাত ঠেকাতে এবার ছাড়া হবে ব্যাকটেরিয়াযুক্ত ২ কোটি পুরুষ মশা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো’তে এই মশা ছাড়বে দেশটির একটি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান। মশা ছাড়ার এ উদ্যোগ মার্কিন প্রযুক্তি জায়ান্ট এ্যালফাবেট-এর ভেরাইলি লাইফ সায়েন্সেস বিভাগের একটি পরিকল্পনার অংশ। পুরুষ মশাগুলোর শরীরে এক প্রকার বিশেষ ব্যাকটেরিয়া যুক্ত করে দেয়া হবে। এই মশা মানুষের জন্য ক্ষতিকর নয়। এর মাধ্যমে মশার সংখ্যা ও এগুলোর মাধ্যমে রোগের সংক্রমণও কমবে বলে আশা করা হচ্ছে। ভেরাইলি মশাগুলোর জিনগত কোন পরিবর্তন নেই। এগুলো ওলব্যাকিয়া নামের প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি ব্যাকটেরিয়ায় আক্রান্ত। এই আক্রান্ত পুরুষ মশাগুলো যখন বন্য স্ত্রী মশার সঙ্গে মিলিত হবে তখন তারা বাচ্চা জন্মদানে অক্ষম ডিম সৃষ্টি করবে। এর ফলে সময়ের সঙ্গে মশার সংখ্যা কমে আসবে। এক্ষেত্রে বাড়তি সুবিধা হচ্ছে পুরুষ মশা মানুষকে কামড়ায় না। -ব্লুমবার্গ
×