ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভিয়েতনাম থেকে আসা চাল খালাস করা হচ্ছে বন্দর বহির্নোঙ্গরে

প্রকাশিত: ০৫:৩৯, ১৯ জুলাই ২০১৭

ভিয়েতনাম থেকে আসা চাল খালাস করা হচ্ছে বন্দর বহির্নোঙ্গরে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ভিয়েতনাম থেকে আমদানির প্রথম চালানের চাল লাইটারিং চলছে চট্টগ্রাম বন্দর বহির্নোঙ্গরে। আড়াই হাজার মেট্রিক টন চাল বহির্নোঙ্গরে খালাসের পর জাহাজটি বন্দর জেটিতে ভেড়ানো হবে আজ বুধবার। চট্টগ্রাম বন্দর ও খাদ্য বিভাগ সূত্রে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (এডমিন এ্যান্ড মেরিন) জাফর আলম জনকণ্ঠকে জানান, চালবোঝাই জাহাজ ‘ভিসাই ভিসিটি’ থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ১ হাজার ১১৩ মেট্রিক টন চাল লাইটারিং হয়েছে। আবহাওয়া বিরূপ হওয়ায় পণ্য লাইটারিংয়ে ব্যাঘাত হচ্ছিল। জাহাজের হ্যাচ খুলতে বিলম্ব হয়েছে। জাহাজ থেকে আরও কিছু চাল লাইটারিংয়ের পর হালকা হলে তা বুধবা বন্দর জেটিতে ভেড়ানো হবে। খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, প্রয়োজনীয় শুল্কায়ন, পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় সকল কাজ শেষে গত সোমবারই পণ্য লাইটারিংয়ের কথা ছিল। কিন্তু লাইটার জাহাজ জটিলতায় তা সম্ভব হয়নি। মঙ্গলবার সকালে লাইটারিং শুরু হয়েছে। জাহাজের লোকাল এজেন্ট ইউনি শিপিং সূত্রে জানা যায়, জাহাজটি বড় হওয়ায় সরাসরি বন্দর জেটিতে ভেড়ানোর ক্ষেত্রে সমস্যা রয়েছে। বহির্নোঙ্গরেই আড়াই হাজার টন চাল খালাসের পর হালকা হলে তা জেটিতে নিয়ে আসা সম্ভব হবে। গত ১৩ জুলাই ভিয়েতনাম থেকে ২০ হাজার টন চাল নিয়ে ভিড়েছিল জাহাজটি। এরপর ১৭ জুলাই মঙ্গলবার আরও ২৭ হাজার টন চাল নিয়ে দ্বিতীয় জাহাজটি বহির্নোঙ্গরে এসে পৌঁছায়। এ জাহাজটির চাল খালাসের প্রক্রিয়াও শুরু হয়েছে। ভিয়েতনাম থেকে এ নিয়ে মোট ৪৭ হাজার টন সরকারী চাল এসে পৌঁছেছে।
×